বিনোদন প্রতিবেদক
ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।
সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।
এদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:
ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।
লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।
দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:
ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।
সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।
এদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:
ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।
এছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।
লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।
দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে