অন্ধকারে আশার আলো

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৬ মে ২০২১, ০৯: ৪৭
Thumbnail image

ঢাকা: করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন আশার আলো হয়ে জ্বলছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ। দেশের পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মে মোট ১১টি কনটেন্ট প্রকাশ পাবে ঈদুল ফিতরে।

সিনেম্যাটিক এ আসবে গোলাম সোহরাব দোদুলের ‘ডার্ক রুম’ ও সানি সানোয়ারের ‘বিলাপ’। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক রুম’ এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন ও বাঁধন। এবার ঈদে সবচেয়ে বেশি কনটেন্ট দেখাবে বঙ্গবিডি। সাহিত্যনির্ভর কনটেন্ট নির্মাণ করেছে তারা। এই কর্মযজ্ঞের নাম দিয়েছে ‘বঙ্গ বব’ বা ‘বঙ্গ বেডজ অব বুকস’। থাকছে ‘শহরে টুকরো রোদ’, ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার’, ‘আলিবাবা ও চালিচার’, ‘পাসওয়ার্ড, ‘হাকুল্লা’ ও ‘লাবনী’। এই সাতটি কনটেন্ট আগে টিভিতে প্রিমিয়ার হবে। তারপরই দর্শকরা এগুলো দেখতে পাবেন ওয়েব প্ল্যাটফর্মে।

ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’। ছবি: বিঞ্জএদিকে বিঞ্জ নিয়ে আসবে ক্রাইম থ্রিলার ‘বরফ কলের গল্প’। সিরিজটি পরিচালনা করেছেন শহিদ উন নবী। মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

দেখুন ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজের ট্রেলার:

ইরোস নাও প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘সিক্স’ নামের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব কনটেন্টে মুখ দেখাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। ছয় পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ ও ইয়াশ রোহান। ‘সিক্স’ নির্মাণ করেছেন তানিম পারভেজ।

‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের অভিনয়শিল্পীরা। ছবি: লাইভ টেকনোলজিসএছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ওয়েব সিনেমাটি প্রকাশ পাবে আই থিয়েটারে। ঈদের সপ্তম বা অষ্টম দিন দেখা যাবে এটি। একই প্ল্যাটফর্মে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’। মাত্র ২০ টাকায় সাবস্ক্রিপশন করে দেখা যাবে ছবিটি।

লাইভ টেকনোলজিস দেখাবে পারিবারিক গল্পের টেলিফিল্ম ‘যদি আমি না থাকি’। বানিয়েছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, অপর্ণা ঘোষ ও সমু চৌধুরী। ঈদের অ্যাকশন আর ভায়োলেন্স নির্ভর কনটেন্টের ভিড়ে ‘যদি আমি না থাকি’ একমাত্র ফ্যামিলি ড্রামা।

দেখুন ‘যদি আমি না থাকি’ টেলিফিল্মের ট্রেলার:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত