খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।
তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।
তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।
মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’
বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।
আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’
গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১২ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১২ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
১২ ঘণ্টা আগে