আজ মুক্তি পাচ্ছে শাকিব খান ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি মুক্তির আগে গতকাল রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন শাকিব?
ভিডিওর শুরুতে সবাইকে ‘তুফানি শুভেচ্ছা’ জানান শাকিব। এরপর এই নায়ক বলেন, ‘আশা করছি, এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’
এরপরের অংশে শাকিব কথা বলেন তুফানের পাইরেসির আশঙ্কা নিয়ে। শাকিব বলেন, ‘আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান আরও বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন, প্রয়োজনে হলো কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানই জোশ। পাইরেসিকে “না বলুন”। দেখা হবে সিনেমা হলে।’
তুফান সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই, চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
আজ মুক্তি পাচ্ছে শাকিব খান ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি মুক্তির আগে গতকাল রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন শাকিব?
ভিডিওর শুরুতে সবাইকে ‘তুফানি শুভেচ্ছা’ জানান শাকিব। এরপর এই নায়ক বলেন, ‘আশা করছি, এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’
এরপরের অংশে শাকিব কথা বলেন তুফানের পাইরেসির আশঙ্কা নিয়ে। শাকিব বলেন, ‘আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান আরও বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন, প্রয়োজনে হলো কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানই জোশ। পাইরেসিকে “না বলুন”। দেখা হবে সিনেমা হলে।’
তুফান সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই, চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৬ ঘণ্টা আগে