বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাওনা টাকা চাওয়ায় নির্মাতা রুবেল আনুশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার ও নির্বাহী প্রযোজক ইমাম হোসেন শামীম। রুবেলের শাস্তি চেয়ে নাট্য সংগঠনগুলোর কাছে চিঠি দিয়েছেন দিনার। বিচারের দাবিতে ৩ জুন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন।
দীর্ঘদিন ধরে নির্মাতা রুবেল আনুশের সঙ্গে কাজ করেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার। দিনার জানান, গত রোজার ঈদের আগ থেকে এ পর্যন্ত রুবেলের পরিচালনায় বেশ কয়েকটি নাটকের শুটিং করেন তিনি। শুটিং শেষে পরিচালকের কাছে প্রোডাকশন বাবদ তাঁর পাওনা ১৪ লাখ টাকার বেশি। সেই টাকার চাওয়ার জেরেই তাঁকে ও শামীমকে মারধর করেন রুবেল ও তাঁর সহযোগীরা। এরপর নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেন দিনার। ৮ জুন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
কামরুজ্জামান সাগর বলেন, ‘দুই পক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। অভিযোগ করলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমরা ৮ জুন দুই পক্ষকে নিয়ে বসব। সবকিছু বিবেচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে ডিরেক্টস গিল্ড।’ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জাফর অপু বলেন, ‘আমরা পরিচালক রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এ রকম অন্যায় না করতে পারে। আর্থিক অভিযোগ থাকতেই পারে। তবে সে কারণে এভাবে কাউকে শারীরিক অত্যাচার করা অন্যায়। ৩ জুন থেকে কর্মবিরতিতে যাবে প্রোডাকশনের লোকেরা। দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত চলবে আমাদের কর্মবিরতি।’
ঘটনার বর্ণনা দিয়ে দিনার বলেন, ‘রুবেল ভাইয়ের ফোন পেয়ে শুক্রবার রাত ৮টার সময় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে যাই। সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুবেল আনুশের নেতৃত্বে তাঁর দলবল আমাকে জিম্মি করে। রাত ৮টা থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ছেড়ে দেয়। সেখান থেকে বের হয়ে দ্রুত উত্তরার ইবনে সিনা হাসপাতালে যাই। তখন কর্তব্যরত ডাক্তার জানায় যে আমার ডান পাশের কানের পর্দা ফেটে গেছে।’ এ সময় দিনারের সঙ্গে ছিলেন শামীম। তাঁকেও মারধর করা হয়। রুবেল আনুশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শামীম।
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন রুবেল আনুশ। উল্টো দিনার ও শামীমের বিরুদ্ধে অর্থ কারসাজির অভিযোগ করেন তিনি। রুবেল বলেন, ‘দিনার ও শামীমের অভিযোগ পুরোপুরি মিথ্যা। দুজনের বিরুদ্ধেই আমার কাছে হিসাবের কারচুপির প্রমাণ আছে। পুরো হিসাব করলে দেখা যাবে, দিনারের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মতো পাই। দিনার তা স্বীকার করেছে। আমাদের সঙ্গে বসে আলোচনা করার পর হঠাৎ করেই তাঁরা ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন। সেখানে যাওয়ার পর তাঁরা বহিরাগত লোকদের এনে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। ৮ তারিখ ডিরেক্টরস গিল্ড কাগজপত্র নিয়ে দুই পক্ষকে ডেকেছে। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা দোষী।’
পাওনা টাকা চাওয়ায় নির্মাতা রুবেল আনুশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার ও নির্বাহী প্রযোজক ইমাম হোসেন শামীম। রুবেলের শাস্তি চেয়ে নাট্য সংগঠনগুলোর কাছে চিঠি দিয়েছেন দিনার। বিচারের দাবিতে ৩ জুন থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন।
দীর্ঘদিন ধরে নির্মাতা রুবেল আনুশের সঙ্গে কাজ করেন প্রোডাকশন ম্যানেজার দ্বীন ইসলাম দিনার। দিনার জানান, গত রোজার ঈদের আগ থেকে এ পর্যন্ত রুবেলের পরিচালনায় বেশ কয়েকটি নাটকের শুটিং করেন তিনি। শুটিং শেষে পরিচালকের কাছে প্রোডাকশন বাবদ তাঁর পাওনা ১৪ লাখ টাকার বেশি। সেই টাকার চাওয়ার জেরেই তাঁকে ও শামীমকে মারধর করেন রুবেল ও তাঁর সহযোগীরা। এরপর নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে অভিযোগ করেন দিনার। ৮ জুন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
কামরুজ্জামান সাগর বলেন, ‘দুই পক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন। অভিযোগ করলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমরা ৮ জুন দুই পক্ষকে নিয়ে বসব। সবকিছু বিবেচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে ডিরেক্টস গিল্ড।’ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জাফর অপু বলেন, ‘আমরা পরিচালক রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এ রকম অন্যায় না করতে পারে। আর্থিক অভিযোগ থাকতেই পারে। তবে সে কারণে এভাবে কাউকে শারীরিক অত্যাচার করা অন্যায়। ৩ জুন থেকে কর্মবিরতিতে যাবে প্রোডাকশনের লোকেরা। দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত চলবে আমাদের কর্মবিরতি।’
ঘটনার বর্ণনা দিয়ে দিনার বলেন, ‘রুবেল ভাইয়ের ফোন পেয়ে শুক্রবার রাত ৮টার সময় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে যাই। সেখানে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুবেল আনুশের নেতৃত্বে তাঁর দলবল আমাকে জিম্মি করে। রাত ৮টা থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ছেড়ে দেয়। সেখান থেকে বের হয়ে দ্রুত উত্তরার ইবনে সিনা হাসপাতালে যাই। তখন কর্তব্যরত ডাক্তার জানায় যে আমার ডান পাশের কানের পর্দা ফেটে গেছে।’ এ সময় দিনারের সঙ্গে ছিলেন শামীম। তাঁকেও মারধর করা হয়। রুবেল আনুশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শামীম।
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন রুবেল আনুশ। উল্টো দিনার ও শামীমের বিরুদ্ধে অর্থ কারসাজির অভিযোগ করেন তিনি। রুবেল বলেন, ‘দিনার ও শামীমের অভিযোগ পুরোপুরি মিথ্যা। দুজনের বিরুদ্ধেই আমার কাছে হিসাবের কারচুপির প্রমাণ আছে। পুরো হিসাব করলে দেখা যাবে, দিনারের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মতো পাই। দিনার তা স্বীকার করেছে। আমাদের সঙ্গে বসে আলোচনা করার পর হঠাৎ করেই তাঁরা ডিরেক্টরস গিল্ডে অভিযোগ দিয়েছেন। সেখানে যাওয়ার পর তাঁরা বহিরাগত লোকদের এনে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। ৮ তারিখ ডিরেক্টরস গিল্ড কাগজপত্র নিয়ে দুই পক্ষকে ডেকেছে। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা দোষী।’
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৬ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
৮ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
৮ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৮ ঘণ্টা আগে