চ্যানেল আই এর জন্মদিন উদযাপন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত চ্যানেল আইয়ের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’। প্রতি বছর ১ অক্টোবর জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গনে মানুষের মিলন মেলায় পরিণত হয়ে আসলেও এবার চ্যানেল আই চত্বরে সেরকম ছিলনা। তবে উৎসব আয়োজনে চ্যানেল আইয়ের পর্দা আরও বর্ণিল হয়ে উঠেছিল।

নিউ ইয়র্ক থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর১ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে চ্যানেল আইয়ের ৪ নম্বর স্টুডিওতে কেক কাটার মাধ্যমে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

চ্যানেল আইয়ের লোগোউদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও নিউ ইয়র্ক থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। দিনব্যাপি চ্যানেল আই কার্যালয়ে এসে চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক। চ্যানেল আইয়ের স্টুডিওতে উপস্থিত হয়ে আরো শুভেচ্ছা জানান সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী ও বেসরকারীসহ বিভিন্ন অঙ্গণের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারা প্রত্যেকেই আশা করেন, অতীতের মতো আগামী দিনেও চ্যানেল আই তার সৃষ্টিশীলতার অগ্রযাত্রায় ভূমিকা রেখে যাবে। এছাড়া চ্যানেল আই দর্শক ফোরাম চ্যানেল আই ২৩ বছরে পর্দাপন উপলক্ষে বিশ্বব্যাপি বিভিন্ন কার্যক্রম পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত