বিনোদন প্রতিবেদক, ঢাকা
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার।
আজকের পত্রিকাকে মাসুম বাশার বলেন, ‘আজ সন্ধ্যার দিকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি তাঁর সঙ্গে কথাও বলেছি। অবস্থা আগের চেয়ে বেশ ভালো।’
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টিভিতে কাজ শুরু করেন। আশির দশকে হয়ে ওঠেন টিভি নাটকের জনপ্রিয় এক নাম। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও আফজাল হোসেনের খ্যাতি আকাশচুম্বী।
অভিনয়ের ধরন, নিজস্ব স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গিসহ নানা গুণের কারণে নতুন প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে আছেন আফজাল হোসেন।
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার।
আজকের পত্রিকাকে মাসুম বাশার বলেন, ‘আজ সন্ধ্যার দিকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি তাঁর সঙ্গে কথাও বলেছি। অবস্থা আগের চেয়ে বেশ ভালো।’
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টিভিতে কাজ শুরু করেন। আশির দশকে হয়ে ওঠেন টিভি নাটকের জনপ্রিয় এক নাম। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও আফজাল হোসেনের খ্যাতি আকাশচুম্বী।
অভিনয়ের ধরন, নিজস্ব স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গিসহ নানা গুণের কারণে নতুন প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে আছেন আফজাল হোসেন।
গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
১ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৩ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
১৩ ঘণ্টা আগে