বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুটিং নিয়ে বিপাকেই পড়েছেন নির্মাতারা। অভিনয়শিল্পীদের কেউ রয়েছেন দ্বিধায় কেউ কেউ আবার বলে দিয়েছেন ‘না’। এই লকডাউনে নিরাপত্তার স্বার্থেই শুটিং করতে চাইছেন না অভিনেতা-অভিনেত্রীরা। ফলে সিদ্ধান্তহীনতার দোলাচলে রয়েছেন টিভি নাটকের নির্মাতারা।
কঠোর এই লকডাউনে নিরাপত্তার স্বার্থেই যারা শুটিং স্থগিত করে ঘরে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন, সেই তালিকায় রয়েছেন মোশাররফ করিম, জাকিয়া বারি মম, তিশা, অপূর্ব, মেহজাবীন, তাহসানসহ আরও অনেকেই।
মোশাররফ করিম বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থেই আপাতত কয়েকটা দিন শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছি। আগে তো জীবনের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, তারপরে না শুটিং!’
চঞ্চল চৌধুরী বলেছেন, ‘সরকারি সিদ্ধান্তে যা হবে, সেটাই মানতে হবে। শুটিং নিয়ে আমরা অভিনয় শিল্পী সংঘ থেকে সঠিক দিকনির্দেশনা এখনো পাইনি। আমার নিজেরই ঈদ পর্যন্ত শিডিউল দেওয়া আছে। সব মিলিয়ে বেশ বিপাকে আছি।’
জাকিয়া বারি মম বলেছেন, ‘করোনাকালে এমনিতেই কম শুটিং করছি। তার ওপর এই লকডাউনে তো শুটিং করার প্রশ্নই আসে না।’
মেহজাবীন তাঁর ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন শুটিং না করার সিদ্ধান্ত। শুধু তা–ই নয়, তিনি শুটিংয়ের জন্য সময় নির্ধারণেরও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। তিনি বলেন, ‘গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং স্থগিত করেছি। পরিস্থিতি ভালো হলে আবার ফিরব। এই লকডাউনে সবাই ঘরে থাকুন। নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখুন।’
নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেছেন, ‘এই মুহূর্তে শুটিং বন্ধ হয়ে গেলে বিরাট ক্ষতির মুখে পড়ব। অনেকেরই অর্থলগ্নি হয়ে গেছে। টেলিভিশনগুলোও বিপদে পড়বে। শুটিংয়ের শিডিউল তো আগে থেকেই করা ছিল।’
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা বলছি প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে যাঁরা শুটিং করতে পারবেন, তাঁরা শুটিং করবেন, যাঁরা পারবেন না, তাঁরা করবেন না। এ ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষও তাদের নাটকের নির্মাতা ও শিল্পীদের সহযোগিতা করতে পারে।’
টিভি চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অনেক চ্যানেলেরই ঈদের নাটকের প্রস্তুতি প্রায় শেষ। এখন প্রিভিউর পালা। আবার অনেক চ্যানেল প্রচারসূচি ঠিক করলেও হাতে পায়নি সব নাটক। যেসব নাটকের কাজ বাকি রয়েছে, সেগুলো পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী এই সময়েই শুটিং হওয়ার কথা। ফলে তারাও রয়েছে দুশ্চিন্তায়।
সব মিলিয়ে নাট্যনির্মাতারা এখনো রয়েছেন সিদ্ধান্তহীনতায়। প্রশাসনের সহযোগিতা পেলেও যদি অভিনেতা-অভিনেত্রীরা শুটিং করতে না চান, তাহলে কীভাবে শেষ করবেন নাটকের কাজ, তা নিয়ে পড়েছেন বিপাকে। নির্মাতা ও অভিনেতারা অপেক্ষায় আছেন সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে একটি সঠিক দিকনির্দেশনার।
শুটিং নিয়ে বিপাকেই পড়েছেন নির্মাতারা। অভিনয়শিল্পীদের কেউ রয়েছেন দ্বিধায় কেউ কেউ আবার বলে দিয়েছেন ‘না’। এই লকডাউনে নিরাপত্তার স্বার্থেই শুটিং করতে চাইছেন না অভিনেতা-অভিনেত্রীরা। ফলে সিদ্ধান্তহীনতার দোলাচলে রয়েছেন টিভি নাটকের নির্মাতারা।
কঠোর এই লকডাউনে নিরাপত্তার স্বার্থেই যারা শুটিং স্থগিত করে ঘরে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন, সেই তালিকায় রয়েছেন মোশাররফ করিম, জাকিয়া বারি মম, তিশা, অপূর্ব, মেহজাবীন, তাহসানসহ আরও অনেকেই।
মোশাররফ করিম বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থেই আপাতত কয়েকটা দিন শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছি। আগে তো জীবনের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, তারপরে না শুটিং!’
চঞ্চল চৌধুরী বলেছেন, ‘সরকারি সিদ্ধান্তে যা হবে, সেটাই মানতে হবে। শুটিং নিয়ে আমরা অভিনয় শিল্পী সংঘ থেকে সঠিক দিকনির্দেশনা এখনো পাইনি। আমার নিজেরই ঈদ পর্যন্ত শিডিউল দেওয়া আছে। সব মিলিয়ে বেশ বিপাকে আছি।’
জাকিয়া বারি মম বলেছেন, ‘করোনাকালে এমনিতেই কম শুটিং করছি। তার ওপর এই লকডাউনে তো শুটিং করার প্রশ্নই আসে না।’
মেহজাবীন তাঁর ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন শুটিং না করার সিদ্ধান্ত। শুধু তা–ই নয়, তিনি শুটিংয়ের জন্য সময় নির্ধারণেরও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। তিনি বলেন, ‘গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং স্থগিত করেছি। পরিস্থিতি ভালো হলে আবার ফিরব। এই লকডাউনে সবাই ঘরে থাকুন। নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখুন।’
নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেছেন, ‘এই মুহূর্তে শুটিং বন্ধ হয়ে গেলে বিরাট ক্ষতির মুখে পড়ব। অনেকেরই অর্থলগ্নি হয়ে গেছে। টেলিভিশনগুলোও বিপদে পড়বে। শুটিংয়ের শিডিউল তো আগে থেকেই করা ছিল।’
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা বলছি প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে যাঁরা শুটিং করতে পারবেন, তাঁরা শুটিং করবেন, যাঁরা পারবেন না, তাঁরা করবেন না। এ ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষও তাদের নাটকের নির্মাতা ও শিল্পীদের সহযোগিতা করতে পারে।’
টিভি চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অনেক চ্যানেলেরই ঈদের নাটকের প্রস্তুতি প্রায় শেষ। এখন প্রিভিউর পালা। আবার অনেক চ্যানেল প্রচারসূচি ঠিক করলেও হাতে পায়নি সব নাটক। যেসব নাটকের কাজ বাকি রয়েছে, সেগুলো পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী এই সময়েই শুটিং হওয়ার কথা। ফলে তারাও রয়েছে দুশ্চিন্তায়।
সব মিলিয়ে নাট্যনির্মাতারা এখনো রয়েছেন সিদ্ধান্তহীনতায়। প্রশাসনের সহযোগিতা পেলেও যদি অভিনেতা-অভিনেত্রীরা শুটিং করতে না চান, তাহলে কীভাবে শেষ করবেন নাটকের কাজ, তা নিয়ে পড়েছেন বিপাকে। নির্মাতা ও অভিনেতারা অপেক্ষায় আছেন সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে একটি সঠিক দিকনির্দেশনার।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৪ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৫ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৬ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৯ ঘণ্টা আগে