বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। তবে কয়েক বছর ধরে কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। চার বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। অভিনয় করলেন ‘মি. অভাগা’ নামের একটি নাটকে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে নাটকটির। জুয়েল এলিনের রচনায় মি. অভাগা পরিচালনা করেছেন রাকেশ বসু।
মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। খুব ভালো করছেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ আছে। সবচেয়ে বড় কথা, অভিনয়টা তিনি মন থেকে করতে চান। টিমের সবাই মিলে ভালো একটা কাজ করার চেষ্টা করেছি।’
কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর ভিন্ন এক ভালো লাগা কাজ করে। অনেক কিছু শেখা যায় তাঁর কাছ থেকে। পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করা হলো। আশা করি, আমাদের নাটকটি সবার ভালো লাগবে।’
নির্মাতা রাকেশ বসু জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মি. অভাগা নাটকটি।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। তবে কয়েক বছর ধরে কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। চার বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। অভিনয় করলেন ‘মি. অভাগা’ নামের একটি নাটকে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে নাটকটির। জুয়েল এলিনের রচনায় মি. অভাগা পরিচালনা করেছেন রাকেশ বসু।
মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। খুব ভালো করছেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ আছে। সবচেয়ে বড় কথা, অভিনয়টা তিনি মন থেকে করতে চান। টিমের সবাই মিলে ভালো একটা কাজ করার চেষ্টা করেছি।’
কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর ভিন্ন এক ভালো লাগা কাজ করে। অনেক কিছু শেখা যায় তাঁর কাছ থেকে। পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করা হলো। আশা করি, আমাদের নাটকটি সবার ভালো লাগবে।’
নির্মাতা রাকেশ বসু জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মি. অভাগা নাটকটি।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৩ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৪ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৮ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১৮ ঘণ্টা আগে