মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
আফরোজা হোসেন। ছবি: সংগৃহীত

মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন। আজ রোববার ভোর ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আফরোজা হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন আফরোজা হোসেন।

আফরোজা হোসের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে মনিরা মিঠু লেখেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলব? আমাকে কে সাহস দেবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দিব গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’

২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাঁকে। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল তাঁর পরিবারের জন্য। তাই মনির মিঠুর মাধ্যমে আফরোজা হোসেনের চিকিৎসার সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তাঁর সন্তানেরা।

মামুনুর রশীদ পরিচালিত ধারাবাহিক ‘আনন্দ পাঠ আসর’ দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান আফরোজা। এরপর নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে। ছোট পর্দার পাশাপাশি সিনেমায়ও দেখা গেছে তাঁর অভিনয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত