বিনোদন ডেস্ক
নেটফ্লিক্স সিরিজ ‘স্কুইড গেম’ প্রকাশ হয় গত ১৭ সেপ্টেম্বর। সিরিজটি এখন নেটফ্লিক্সের বিশ্বব্যাপী মোস্ট ওয়াচ টিভি শোর তালিকায় এক নম্বর স্থানটি দখল করেছে। সিরিজ সম্পর্কে নেটফ্লিক্সের কো-সিইও টেড সাদান্দোস ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এটি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।’
‘স্কুইড গেম’-এর নির্মাতা হোয়াং ডং-হিউক ২০০৯ সালে সিরিজটির গল্প লিখেছিলেন। কিন্তু ১০ বছর ধরে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান সেই গল্প পছন্দ করেনি। অর্থের অভাবে স্ক্রিপ্ট লেখা বন্ধ করে দেন তিনি, এমনকি নিজের ল্যাপটপটাও বিক্রি করতে হয়েছিল তখন। সিনেমা হিসেবে তৈরি হলেও পরে সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে ‘স্কুইড গেম’।
ঘটনা একটি গেমকে কেন্দ্র করে। ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত ৬টা ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই পাবে বিপুল পরিমাণ টাকা।
গেমগুলো খুব সাধারণ। যেমন মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি টানাটানি ইত্যাদি।
এই খেলায় যখন কেউ এলিমিনেট হবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
মাত্র ৯টা এপিসোডে অনেক কিছু তুলে ধরা হয়েছে সিরিজে। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—এই প্রবাদের স্পষ্ট প্রতিফলন দেখা যায় সিরিজে। অর্থ বা টাকার লোভ যে কতটা ভয়ংকর হতে পারে; আর এর জন্য মানুষ কী কী করতে পারে, তা-ই তুলে ধরা হয়েছে সিরিজে।
একদিকে অল্প পরিচয়েও সত্যিকারের বন্ধুত্ব কতটা গভীর, কতটা ডেডিকেটেড হতে পারে; অন্যদিকে টাকার লোভে অনেক দিনের বন্ধু কী করে সবচেয়ে বড় ধোঁকা দিতে পারে; সবই রয়েছে ‘স্কুইড গেম’ সিরিজে।
কোরিয়ান শোবিজের পরিচিত মুখরা অভিনয় করেছেন এই সিরিজে।
২০০০ সালের একটি জাপানিজ ছবি ‘ব্যাটল রয়্যাল’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ।
‘স্কুইড গেম’ -এর দ্বিতীয় সিজনের স্ক্রিপ্টেরও কাজ শুরু হয়ে গেছে।
এত জনপ্রিয়তা পাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সাংমায়ুং ইউনিভার্সিটির কালচারাল কনটেন্ট প্রফেসর কিম পিয়ং-গ্যাং। তাঁর মতে, ‘মানুষ, বিশেষ করে তরুণেরা বাস্তবজীবনে বিচ্ছিন্নতা ও বিরক্তিতে ভোগেন নিয়মিত। তাঁরা চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন।’
নেটফ্লিক্স সিরিজ ‘স্কুইড গেম’ প্রকাশ হয় গত ১৭ সেপ্টেম্বর। সিরিজটি এখন নেটফ্লিক্সের বিশ্বব্যাপী মোস্ট ওয়াচ টিভি শোর তালিকায় এক নম্বর স্থানটি দখল করেছে। সিরিজ সম্পর্কে নেটফ্লিক্সের কো-সিইও টেড সাদান্দোস ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এটি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।’
‘স্কুইড গেম’-এর নির্মাতা হোয়াং ডং-হিউক ২০০৯ সালে সিরিজটির গল্প লিখেছিলেন। কিন্তু ১০ বছর ধরে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান সেই গল্প পছন্দ করেনি। অর্থের অভাবে স্ক্রিপ্ট লেখা বন্ধ করে দেন তিনি, এমনকি নিজের ল্যাপটপটাও বিক্রি করতে হয়েছিল তখন। সিনেমা হিসেবে তৈরি হলেও পরে সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে ‘স্কুইড গেম’।
ঘটনা একটি গেমকে কেন্দ্র করে। ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত ৬টা ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই পাবে বিপুল পরিমাণ টাকা।
গেমগুলো খুব সাধারণ। যেমন মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি টানাটানি ইত্যাদি।
এই খেলায় যখন কেউ এলিমিনেট হবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
মাত্র ৯টা এপিসোডে অনেক কিছু তুলে ধরা হয়েছে সিরিজে। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’—এই প্রবাদের স্পষ্ট প্রতিফলন দেখা যায় সিরিজে। অর্থ বা টাকার লোভ যে কতটা ভয়ংকর হতে পারে; আর এর জন্য মানুষ কী কী করতে পারে, তা-ই তুলে ধরা হয়েছে সিরিজে।
একদিকে অল্প পরিচয়েও সত্যিকারের বন্ধুত্ব কতটা গভীর, কতটা ডেডিকেটেড হতে পারে; অন্যদিকে টাকার লোভে অনেক দিনের বন্ধু কী করে সবচেয়ে বড় ধোঁকা দিতে পারে; সবই রয়েছে ‘স্কুইড গেম’ সিরিজে।
কোরিয়ান শোবিজের পরিচিত মুখরা অভিনয় করেছেন এই সিরিজে।
২০০০ সালের একটি জাপানিজ ছবি ‘ব্যাটল রয়্যাল’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ।
‘স্কুইড গেম’ -এর দ্বিতীয় সিজনের স্ক্রিপ্টেরও কাজ শুরু হয়ে গেছে।
এত জনপ্রিয়তা পাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সাংমায়ুং ইউনিভার্সিটির কালচারাল কনটেন্ট প্রফেসর কিম পিয়ং-গ্যাং। তাঁর মতে, ‘মানুষ, বিশেষ করে তরুণেরা বাস্তবজীবনে বিচ্ছিন্নতা ও বিরক্তিতে ভোগেন নিয়মিত। তাঁরা চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন।’
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে