বিনোদন ডেস্ক
মারা গেছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর, খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা।
আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে তাঁর ঝুলিতে জড়ো হয় ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘রিয়েল জিনিয়াস’, ‘দ্য সেন্ট’, ‘টম্বস্টোন’-এর মতো সিনেমা।
১৯৯১ সালে ‘দ্য ডোরস’ সিনেমায় রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন কিলমার। অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করে, প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ভ্যাল। এই একটি মাত্র সিনেমাতেই ব্যাটম্যান হয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে ভ্যাল কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে কিলমারের।
বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন ভ্যাল কিলমার। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালের জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল কিলমারকে।
মারা গেছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর, খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা।
আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে তাঁর ঝুলিতে জড়ো হয় ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘রিয়েল জিনিয়াস’, ‘দ্য সেন্ট’, ‘টম্বস্টোন’-এর মতো সিনেমা।
১৯৯১ সালে ‘দ্য ডোরস’ সিনেমায় রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন কিলমার। অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করে, প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ভ্যাল। এই একটি মাত্র সিনেমাতেই ব্যাটম্যান হয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে ভ্যাল কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে কিলমারের।
বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন ভ্যাল কিলমার। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালের জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল কিলমারকে।
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। বিজয়ী মানসী ট্রফির পাশাপাশি পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি।
৩ ঘণ্টা আগেবিয়ের ধুম পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান।
৪ ঘণ্টা আগেফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরে। লাশের সারি, আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। দেশের শোবিজ তারকারাও প্রার্থনা করছেন ফিলিস্তিনিদের জন্য।
৮ ঘণ্টা আগেগল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা
২০ ঘণ্টা আগে