বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।
এ বিষয়ে কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা এডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরের দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আমাদের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ে প্রি–রেজিস্ট্রেশনে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।
‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।
টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।
এ বিষয়ে কনসার্টটির লোকাল ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করা এডভেন্টর কমিউনিকেশনসের করপোরেট সেলস ম্যানেজার মাহিন রহমান সাকিফ আজকের পত্রিকাকে বলেন, ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা এ বছরের দেশের সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। আমাদের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইয়ে প্রি–রেজিস্ট্রেশনে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি শ্রোতাদের ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব আমরা।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে