বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা বাখ মর্মান্তিকভাবে মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
১২ ঘণ্টা আগেছাবা সিনেমায় মধ্যপ্রদেশের বুরহানপুরের নাম নেওয়া হয়েছে। দেখানো হয়েছে, এককালে মুঘলদের বাস ছিল সেখানে। আর তা থেকে কিছু মানুষের মনে হয়েছে, এখানেই লুকিয়ে আছে মুঘলদের গুপ্তধন!
১৫ ঘণ্টা আগে‘তোমাদের গল্প’ নাটকে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।
১৬ ঘণ্টা আগেভিন্ন ধর্মাবলম্বী হয়েও মুসলমানদের সঙ্গে তাঁর ইফতার, মোনাজাত ও নামাজে অংশ নেওয়ায় প্রশংসা করছেন সবাই। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন থালাপতি বিজয়।
১৬ ঘণ্টা আগে