বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের বিশেষ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতায়। কলকাতার লেক ক্লাবে গত ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির রাতে কলকাতার লেক ক্লাব ও প্রাইম এন্টারটেইনমেন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূলশিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন সংগীতশিল্পী অণিমা রায়।
অনুষ্ঠানে অণিমা রায়ের পরিবেশনায় ছিল চোখের আলোয় দেখেছিলেম, দাঁড়িয়ে আছ তুমি আমার, চোক্ষে আমার তৃষ্ণা, তুমি রবে নীরবে, মাঝে মাঝে তব দেখা পাই’সহ পঞ্চ গীতিকবির একাধিক গান।
কলকাতায় এই বিশেষ সংগীতানুষ্ঠান প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘পাশের দেশ, রবীন্দ্রনাথের দেশ আর সবচেয়ে বড় কথা দুই-বাংলার ভাষা সংস্কৃতি একেবারেই এক। এর আগে এখানকার তারা মিউজিক চ্যানেলসহ একাধিক চ্যানেলে পারফর্ম করা হয়েছে। কিন্তু করোনাসহ নানান কারণেই কলকাতার দর্শকদের খুব মিস করেছি দীর্ঘদিন। অবশেষে আয়োজকেরা যখন এই অনুষ্ঠানের প্রস্তাব দেয়, তখনই রাজি হয়। আয়োজক ও কলকাতার সকল দর্শক শ্রোতাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন তন্ময় কর ও সুরঞ্জনা বিড়লা। অনুষ্ঠান প্রসঙ্গে কলকাতার বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরঞ্জনা বিড়লা বলেন, ‘অণিমার গানের ভক্ত কলকাতায় অনেক। কিন্তু সরাসরি অনুষ্ঠানের কোনো আয়োজন হয়নি বলে তা বোঝা যেত না। লেক ক্লাবে প্রাইমের আয়োজনে এই অনুষ্ঠানটিতে একাধিক দর্শক অণিমার গান শুনে মুগ্ধতা প্রকাশ করলেন। আমরা নিয়মিত একাধিক অনুষ্ঠানে অণিমার গান নিয়ে কিছু পরিকল্পনা করছি।’
অনুষ্ঠানের অণিমার গান পরিবেশনার পরে সারেগামাপা’র প্রতিযোগী শিল্পী আরিফিন রানা পারফর্ম করেন।
এদিকে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে অণিমা তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ করেন। গানটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’। গানটি প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন গান প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারেও এমন নিবেদন রইল। আশা করি গানটি সকলের ভালো লাগবে।’
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে