বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।
গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’
ঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’
সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। গান ও অভিনয় একসঙ্গেই চালিয়ে যাচ্ছেন তিনি। গত বছরের জুনে ‘প্রতিবাদী গান’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন তাহসান। এরপর এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের অপেক্ষা! হুট করেই ‘বিয়োগান্তক’ শিরোনামের নতুন গান নিয়ে সামনে এলেন।
গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাদাকালো ভিডিও আকারে প্রকাশ হয়েছে গানটি। ফেসবুকে গানের লিংক শেয়ার করে তাহসান লেখেন, ‘বিয়োগান্তক’, ‘প্রতিবাদী গান’ যাদের ভালো লেগেছিল, তাদের জন্য। রক ফ্লেভারে গানটির জন্য প্রশংসায় ভাসছেন তাহসান। মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। কেউ লিখেছেন, ‘তাহসান ভক্তরা এখন আবারও তাদের চিরচেনা প্রিয় কণ্ঠ শুনতে পেল অবশেষে’, একজন লিখেছেন, ‘বিশুদ্ধতা আর সৃজনশীলতা ভরা তাহসান ভাই। ভাইয়ের গান গুলোর একটা লেভেল আছে ’। আরেকজন লিখেছেন, ‘ফেসবুকে হঠাৎ দেখেই চলে আসলাম গানটি শুনতে। লিরিক্সটা অসাধারণ হয়েছে।’
ঝাঁজালো শব্দের গাঁথুনি রক ফ্লেভারে গানের সুর-সংগীত সাজিয়েছেন তাহসান। ভালোবাসা-বিরহের ঝড় হজম করে অবিকল টিকে থাকার বার্তা রয়েছে গানটিতে। গানের কিছু কথা এমন- ‘হারিয়ে তোমায় খুঁজে পাই আমি/ প্রকৃত প্রেমের খামে পুরনো কাগজে লেখা চিঠি/ প্রেমের আন্দোলনে জিতে গেছি আমি/ আমার গল্প কেউ জানে না, জানবে না আগামী।’
সম্প্রতি সাদিক আহমেদ পরিচালিত ‘অ্যা ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন।
তাহসান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘যদি একদিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১০ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৩ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১৫ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১৬ ঘণ্টা আগে