বিনোদন প্রতিবেদক, ঢাকা
একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
৪ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও।
৪ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
৪ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
৪ ঘণ্টা আগে