বিনোদন ডেস্ক
ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।
যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।
এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে