বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। রেনেসাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।
নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে মানবতার কথা বলেছি, মানুষের কথা বলেছি। ধর্ম, বর্ণের বাইরে আমাদের মূল পরিচয় মানুষ সে কথাই এ গানের মূল উপজীব্য।’
এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এই গান। রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’
রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুবছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। একসময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’
রেনেসাঁর সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘রেনেসাঁ আমার প্রিয় ব্যান্ড। যাদের গান শুনে বড় হয়েছি তাঁদের গানে এক সাথে কণ্ঠ দিতে পারা আমার জন্য খুবই আনন্দের। আমি সম্মানিত বোধ করছি এই কাজের অংশ হতে পেরে।’
রেনেসাঁর নতুন গান ‘সাদা কালো নয়, নয় বাদামি’ ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের তৃতীয় দিন প্রকাশ পাবে এই গানের একটি লিরিক ভিডিয়ো।
উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের দশম বর্ষপূর্তি উপলক্ষে দশ সপ্তাহে দশটি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে