বিনোদন ডেস্ক
প্রাণিদের রাজ্য জুটোপিয়ায় আবার ফিরছেন শাকিরা। অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র প্রথম পর্বে ছিলেন তিনি। উঠতি পপস্টার থমসনস গেজেল চরিত্রে কণ্ঠ দেন শাকিরা। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভার্সনেও এ চরিত্রে ছিল তাঁর কণ্ঠ। এ সিনেমার জন্য ‘ট্রাই এভরিথিং’ নামে একটি গানও তৈরি করেন শাকিরা।
ভ্যারাইটি জানিয়েছে, জুটোপিয়ার ব্যাপক সাফল্যের পর তৈরি হচ্ছে ‘জুটোপিয়া টু’। এতে গেজেল চরিত্রটিও থাকবে। আগের মতো এ চরিত্রে থাকবে শাকিরার কণ্ঠ। সম্প্রতি ডি ২৩ ব্রাজিল এক্সপোতে জানানো হয় এ খবর। সেখানে শাকিরার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। শাকিরা বলেন, ‘একটা বড় খবর জানানোর জন্য আজ হাজির হয়েছি। গেজেল ফিরছে জুটোপিয়া টুতে। এ সিনেমায় নতুন লুকে পাওয়া যাবে গেজেলকে। থাকবে তাঁর কণ্ঠে নতুন গান। আর নতুন ডান্স তো থাকবেই। আমি জানি, এ সিনেমাটিও আপনাদের ভালো লাগবে।’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল জুটোপিয়ার প্রথম পর্ব। দেড় শ মিলিয়ন ডলারে তৈরি সিনেমাটি আয় করেছিল এক বিলিয়নের বেশি। এ সিনেমায় জুটোপিয়াকে দেখানো হয়েছে জীবজন্তুদের শহর হিসেবে। এ রাজ্যে জুডি হপস নামের এক খরগোশের খুব ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। অনেক চেষ্টার পর স্বপ্নপূরণ হয় তার। কিন্তু বড় কোনো দায়িত্ব পায় না। এ পর্যায়ে শহরে ঘটতে থাকে একের পর এক নিখোঁজের ঘটনা। এ মামলা তদন্তের দায়িত্ব পায় জুডি। সঙ্গে নেয় শেয়াল নিককে। দুজন মিলে লেগে পড়ে রহস্য উদঘাটনে।
এ সিনেমায় রয়েছে থমসনস গেজেল নামের এক চরিত্র। বিশেষ প্রজাতির এই হরিণের ইচ্ছা বিখ্যাত পপস্টার হওয়ার। মঞ্চে তার সঙ্গে পারফর্ম করে কয়েকটি বাঘ। জুটোপিয়া টুতে গেজেল হিসেবেই আবার পাওয়া যাবে শাকিরাকে। এ ছাড়া জুডি হপস চরিত্রে জিনিফার গুডউইন, নিক ওয়াইল্ডের চরিত্রে জেসন বেটম্যান দ্বিতীয় পর্বেও কণ্ঠ দেবেন। জুটোপিয়া টু মুক্তি পাবে ২০২৫ সালের ২৬ নভেম্বর।
প্রাণিদের রাজ্য জুটোপিয়ায় আবার ফিরছেন শাকিরা। অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র প্রথম পর্বে ছিলেন তিনি। উঠতি পপস্টার থমসনস গেজেল চরিত্রে কণ্ঠ দেন শাকিরা। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভার্সনেও এ চরিত্রে ছিল তাঁর কণ্ঠ। এ সিনেমার জন্য ‘ট্রাই এভরিথিং’ নামে একটি গানও তৈরি করেন শাকিরা।
ভ্যারাইটি জানিয়েছে, জুটোপিয়ার ব্যাপক সাফল্যের পর তৈরি হচ্ছে ‘জুটোপিয়া টু’। এতে গেজেল চরিত্রটিও থাকবে। আগের মতো এ চরিত্রে থাকবে শাকিরার কণ্ঠ। সম্প্রতি ডি ২৩ ব্রাজিল এক্সপোতে জানানো হয় এ খবর। সেখানে শাকিরার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। শাকিরা বলেন, ‘একটা বড় খবর জানানোর জন্য আজ হাজির হয়েছি। গেজেল ফিরছে জুটোপিয়া টুতে। এ সিনেমায় নতুন লুকে পাওয়া যাবে গেজেলকে। থাকবে তাঁর কণ্ঠে নতুন গান। আর নতুন ডান্স তো থাকবেই। আমি জানি, এ সিনেমাটিও আপনাদের ভালো লাগবে।’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল জুটোপিয়ার প্রথম পর্ব। দেড় শ মিলিয়ন ডলারে তৈরি সিনেমাটি আয় করেছিল এক বিলিয়নের বেশি। এ সিনেমায় জুটোপিয়াকে দেখানো হয়েছে জীবজন্তুদের শহর হিসেবে। এ রাজ্যে জুডি হপস নামের এক খরগোশের খুব ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। অনেক চেষ্টার পর স্বপ্নপূরণ হয় তার। কিন্তু বড় কোনো দায়িত্ব পায় না। এ পর্যায়ে শহরে ঘটতে থাকে একের পর এক নিখোঁজের ঘটনা। এ মামলা তদন্তের দায়িত্ব পায় জুডি। সঙ্গে নেয় শেয়াল নিককে। দুজন মিলে লেগে পড়ে রহস্য উদঘাটনে।
এ সিনেমায় রয়েছে থমসনস গেজেল নামের এক চরিত্র। বিশেষ প্রজাতির এই হরিণের ইচ্ছা বিখ্যাত পপস্টার হওয়ার। মঞ্চে তার সঙ্গে পারফর্ম করে কয়েকটি বাঘ। জুটোপিয়া টুতে গেজেল হিসেবেই আবার পাওয়া যাবে শাকিরাকে। এ ছাড়া জুডি হপস চরিত্রে জিনিফার গুডউইন, নিক ওয়াইল্ডের চরিত্রে জেসন বেটম্যান দ্বিতীয় পর্বেও কণ্ঠ দেবেন। জুটোপিয়া টু মুক্তি পাবে ২০২৫ সালের ২৬ নভেম্বর।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে