বিনোদন ডেস্ক
প্রাণিদের রাজ্য জুটোপিয়ায় আবার ফিরছেন শাকিরা। অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র প্রথম পর্বে ছিলেন তিনি। উঠতি পপস্টার থমসনস গেজেল চরিত্রে কণ্ঠ দেন শাকিরা। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভার্সনেও এ চরিত্রে ছিল তাঁর কণ্ঠ। এ সিনেমার জন্য ‘ট্রাই এভরিথিং’ নামে একটি গানও তৈরি করেন শাকিরা।
ভ্যারাইটি জানিয়েছে, জুটোপিয়ার ব্যাপক সাফল্যের পর তৈরি হচ্ছে ‘জুটোপিয়া টু’। এতে গেজেল চরিত্রটিও থাকবে। আগের মতো এ চরিত্রে থাকবে শাকিরার কণ্ঠ। সম্প্রতি ডি ২৩ ব্রাজিল এক্সপোতে জানানো হয় এ খবর। সেখানে শাকিরার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। শাকিরা বলেন, ‘একটা বড় খবর জানানোর জন্য আজ হাজির হয়েছি। গেজেল ফিরছে জুটোপিয়া টুতে। এ সিনেমায় নতুন লুকে পাওয়া যাবে গেজেলকে। থাকবে তাঁর কণ্ঠে নতুন গান। আর নতুন ডান্স তো থাকবেই। আমি জানি, এ সিনেমাটিও আপনাদের ভালো লাগবে।’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল জুটোপিয়ার প্রথম পর্ব। দেড় শ মিলিয়ন ডলারে তৈরি সিনেমাটি আয় করেছিল এক বিলিয়নের বেশি। এ সিনেমায় জুটোপিয়াকে দেখানো হয়েছে জীবজন্তুদের শহর হিসেবে। এ রাজ্যে জুডি হপস নামের এক খরগোশের খুব ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। অনেক চেষ্টার পর স্বপ্নপূরণ হয় তার। কিন্তু বড় কোনো দায়িত্ব পায় না। এ পর্যায়ে শহরে ঘটতে থাকে একের পর এক নিখোঁজের ঘটনা। এ মামলা তদন্তের দায়িত্ব পায় জুডি। সঙ্গে নেয় শেয়াল নিককে। দুজন মিলে লেগে পড়ে রহস্য উদঘাটনে।
এ সিনেমায় রয়েছে থমসনস গেজেল নামের এক চরিত্র। বিশেষ প্রজাতির এই হরিণের ইচ্ছা বিখ্যাত পপস্টার হওয়ার। মঞ্চে তার সঙ্গে পারফর্ম করে কয়েকটি বাঘ। জুটোপিয়া টুতে গেজেল হিসেবেই আবার পাওয়া যাবে শাকিরাকে। এ ছাড়া জুডি হপস চরিত্রে জিনিফার গুডউইন, নিক ওয়াইল্ডের চরিত্রে জেসন বেটম্যান দ্বিতীয় পর্বেও কণ্ঠ দেবেন। জুটোপিয়া টু মুক্তি পাবে ২০২৫ সালের ২৬ নভেম্বর।
প্রাণিদের রাজ্য জুটোপিয়ায় আবার ফিরছেন শাকিরা। অ্যানিমেশন সিনেমা ‘জুটোপিয়া’র প্রথম পর্বে ছিলেন তিনি। উঠতি পপস্টার থমসনস গেজেল চরিত্রে কণ্ঠ দেন শাকিরা। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভার্সনেও এ চরিত্রে ছিল তাঁর কণ্ঠ। এ সিনেমার জন্য ‘ট্রাই এভরিথিং’ নামে একটি গানও তৈরি করেন শাকিরা।
ভ্যারাইটি জানিয়েছে, জুটোপিয়ার ব্যাপক সাফল্যের পর তৈরি হচ্ছে ‘জুটোপিয়া টু’। এতে গেজেল চরিত্রটিও থাকবে। আগের মতো এ চরিত্রে থাকবে শাকিরার কণ্ঠ। সম্প্রতি ডি ২৩ ব্রাজিল এক্সপোতে জানানো হয় এ খবর। সেখানে শাকিরার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। শাকিরা বলেন, ‘একটা বড় খবর জানানোর জন্য আজ হাজির হয়েছি। গেজেল ফিরছে জুটোপিয়া টুতে। এ সিনেমায় নতুন লুকে পাওয়া যাবে গেজেলকে। থাকবে তাঁর কণ্ঠে নতুন গান। আর নতুন ডান্স তো থাকবেই। আমি জানি, এ সিনেমাটিও আপনাদের ভালো লাগবে।’
২০১৬ সালে মুক্তি পেয়েছিল জুটোপিয়ার প্রথম পর্ব। দেড় শ মিলিয়ন ডলারে তৈরি সিনেমাটি আয় করেছিল এক বিলিয়নের বেশি। এ সিনেমায় জুটোপিয়াকে দেখানো হয়েছে জীবজন্তুদের শহর হিসেবে। এ রাজ্যে জুডি হপস নামের এক খরগোশের খুব ইচ্ছা পুলিশ কর্মকর্তা হওয়ার। অনেক চেষ্টার পর স্বপ্নপূরণ হয় তার। কিন্তু বড় কোনো দায়িত্ব পায় না। এ পর্যায়ে শহরে ঘটতে থাকে একের পর এক নিখোঁজের ঘটনা। এ মামলা তদন্তের দায়িত্ব পায় জুডি। সঙ্গে নেয় শেয়াল নিককে। দুজন মিলে লেগে পড়ে রহস্য উদঘাটনে।
এ সিনেমায় রয়েছে থমসনস গেজেল নামের এক চরিত্র। বিশেষ প্রজাতির এই হরিণের ইচ্ছা বিখ্যাত পপস্টার হওয়ার। মঞ্চে তার সঙ্গে পারফর্ম করে কয়েকটি বাঘ। জুটোপিয়া টুতে গেজেল হিসেবেই আবার পাওয়া যাবে শাকিরাকে। এ ছাড়া জুডি হপস চরিত্রে জিনিফার গুডউইন, নিক ওয়াইল্ডের চরিত্রে জেসন বেটম্যান দ্বিতীয় পর্বেও কণ্ঠ দেবেন। জুটোপিয়া টু মুক্তি পাবে ২০২৫ সালের ২৬ নভেম্বর।
বলিউডে যখন বিক্রান্তকে নিয়ে ব্যাপক আগ্রহ নির্মাতাদের মধ্যে, তখনই হঠাৎ এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেন। আজ ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন বিক্রান্ত ম্যাসি।
৭ ঘণ্টা আগেঅভিষেক বচ্চন গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এ উপস্থিত হয়েছিলেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে পুরস্কার দিয়েছিলেন, যাঁর সঙ্গে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা করেছিলেন। এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক।
১০ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে...
১৫ ঘণ্টা আগেকলকাতার বইমেলার পর চলচ্চিত্র উৎসবেও জায়গা হয়নি বাংলাদেশের। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেলেও তালিকায় নেই বাংলাদেশের সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ...
১৭ ঘণ্টা আগে