বিনোদন ডেস্ক
কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে বক্স অফিসে সিনেমার দাপট, অন্যদিকে সাধারণ জনগণ, ভক্ত থেকে শুরু রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়েছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দক্ষিণী এ সুপারস্টারের...
২ ঘণ্টা আগেএক রিফিউজি পরিবারের গল্প নিয়ে ভারতীয় নির্মাতা অনিকেত দত্ত বানাচ্ছেন ‘দ্য ক্লাউডস ওয়েক নো ক্লকস’ নামের সিনেমা। চিত্রনাট্য লিখেছেন অনিকেত দত্ত ও রশ্নি সেন। এ প্রজেক্টে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে দুই দেশের তিন প্রযোজক—জার্মানির ক্রিস্টোফ থোকের মোগাদর ফিল্মস, সেবাস্টিয়ান পপের স্টোকস ফিল্মস...
৪ ঘণ্টা আগে২০২০ সালের জুনে সোশ্যাল মিডিয়ায় রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদলের খবর দেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত বছর ফারিয়া জানান, বিয়েটা আর হচ্ছে না, ভেঙে গেছে তাঁদের ৯ বছরের সম্পর্ক। এর পর থেকে একাই আছেন তিনি।
৪ ঘণ্টা আগেবিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাঁকে অটো টিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার...
৪ ঘণ্টা আগে