বিনোদন ডেস্ক
সৌদি আরবে ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। সৌদি আরবের ইতিহাসে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডটি। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে মঞ্চ মাতাবে মেটালিকা।
ইনস্টাগ্রামে মেটালিকা জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে সৌদি আরবে শুরু হওয়া তিন দিনের সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডটি।
এক বিবৃতিতে মেটালিকা ইনস্টাগ্রামে লিখেছে, ‘আমরা এখনো ২০২৩ সাল শেষ করতে পারিনি। এরই মধ্যে আশ্চর্যজনকভাবে আমাদের কাছে একটি সুযোগ এসেছে। এইমাত্র একটি বড় উৎসবে পারফর্ম করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের এই অংশে আমরা কখনো পারফর্ম করিনি। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আগামী ১৪ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’
এর আগে ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার পারফর্ম করে মেটালিকা। দীর্ঘ ১২ বছর পর মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে ব্যান্ডটির প্রথম লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে মেটালিকা ছাড়াও অন্যান্য বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের সদস্যরা অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন ফারেল উইলিয়ামস, ক্রিস ব্রাউন, এইচইআর, ব্ল্যাক আইড পিজ, জে বালভিন, অ্যান-মারি, ডিজে টাইস্টো এবং ডেভিড গুয়েটা। গত বছর এই ফেস্টিভ্যালে ৬ লাখের বেশি মানুষ উপস্থিত ছিল।
সৌদি আরবে ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। সৌদি আরবের ইতিহাসে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডটি। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী রাতে মঞ্চ মাতাবে মেটালিকা।
ইনস্টাগ্রামে মেটালিকা জানিয়েছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে সৌদি আরবে শুরু হওয়া তিন দিনের সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডটি।
এক বিবৃতিতে মেটালিকা ইনস্টাগ্রামে লিখেছে, ‘আমরা এখনো ২০২৩ সাল শেষ করতে পারিনি। এরই মধ্যে আশ্চর্যজনকভাবে আমাদের কাছে একটি সুযোগ এসেছে। এইমাত্র একটি বড় উৎসবে পারফর্ম করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বের এই অংশে আমরা কখনো পারফর্ম করিনি। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে আগামী ১৪ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে প্রথম হার্ড রক ব্যান্ড হিসেবে ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’
এর আগে ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার পারফর্ম করে মেটালিকা। দীর্ঘ ১২ বছর পর মধ্যপ্রাচ্যের আরেকটি দেশে ব্যান্ডটির প্রথম লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, সাউন্ডস্টর্ম ফেস্টিভ্যালে মেটালিকা ছাড়াও অন্যান্য বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের সদস্যরা অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন ফারেল উইলিয়ামস, ক্রিস ব্রাউন, এইচইআর, ব্ল্যাক আইড পিজ, জে বালভিন, অ্যান-মারি, ডিজে টাইস্টো এবং ডেভিড গুয়েটা। গত বছর এই ফেস্টিভ্যালে ৬ লাখের বেশি মানুষ উপস্থিত ছিল।
বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব নকীব খান। গত বছর সংগীতে ৫০ বছর পূর্তি হয়েছে তাঁর। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন নকীব খান।
৮ ঘণ্টা আগেবছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশে
৮ ঘণ্টা আগে‘কান্তারা’ দিয়ে ২০২২ সালে ব্যাপক আলোচিত হন কন্নড় অভিনেতা ঋষভ শেঠি। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি রচনা, পরিচালনাও করেন ঋষভ। কান্তারার অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় তিনি বানাচ্ছেন এর প্রিকুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’।
৮ ঘণ্টা আগেআবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
১ দিন আগে