হতে পারে এটাই শেষ গান

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: সংগীতশিল্পী তপন চৌধুরী বর্তমানে কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে মাঝে মাঝে বাংলাদেশে আসেন। গত ৫ মার্চ দেশে এসেছিলেন এই গায়ক। আড়াই মাসেরও বেশি সময় পর ২৫ মে আবার কানাডায় পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি।

কানাডায় যাওয়ার আগে ভক্তদের নতুন গানের খবর দিয়েছেন তপন চৌধুরী। ‘শেষ বিদায়’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী, সুর ও সংগীতায়োজন করেছেন রুপতনু রুপু।

গানটির ভিডিওর শুটিং হয়েছে আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নীর বাসায়। ভিডিওটি নির্মাণ করেছেন সংগীত পরিচালক বিনোদ রায়। চলতি মাসেই এটি ইউটিউবে প্রকাশ করা হবে।

বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান

তপন চৌধুরী, সংগীতশিল্পী

গান-ভিডিওটি নিয়ে তপন চৌধুরী বলেন, ‘আমি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে রুপতনু রুপু গানটি শোনানোর পর খুব ভালো লাগে। তাই গাওয়ার সিদ্ধান্ত নিই। এই করোনার মধ্যে বাইরে বড় অ্যারেঞ্জমেন্টে গানটির ভিডিও সম্ভব ছিল না। তাই কোনো বাসায় করার সিদ্ধান্ত নিই। কথাটা মুন্নীকে জানাই যে এমন কোনো বাসার ব্যবস্থা করা যায় কি না। মুন্নী প্রস্তাব দেয় ওর বাসাতেই শুটিং করতে পারি কি না। ওর বাসাটা তো সৃজনশীলতায় টইটুম্বর। পুরো বাসায় গানের একটা আবহ আছে। বিনোদ রায়ের নির্দেশনায় গানটির ভিডিওর শুটিং হয়েছে। বয়স ও সময় যে অবস্থায় এসেছে এমনও হতে পারে এটাই হবে আমার শেষ গান!

সংগীতশিল্পী তপন চৌধুরীনিজের বাসায় গানটির শুটিং প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘করোনার কারণে এখন বাইরে শুটিং করাও সম্ভব নয়। তা ছাড়া তপন দা নিজেও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখনো সুস্থ হতে পারেননি। তার ওপর তিনি কানাডা চলে যাবেন, হাতে সময় নেই। তাই আমি তাঁকে আমার বাসাতেই গানটির ভিডিওর শুটিং করার প্রস্তাব দিই। গানটি আমার মন ছুঁয়ে গেছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের বিশেষ অনুষ্ঠানে গান করতে গত ৫ মার্চ দেশে এসেছিলেন তপন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত তিনি গাইতে পারেননি। যা নিয়ে খুব আক্ষেপও ঝরে তাঁর কণ্ঠে। এরপর করোনায় আক্রান্ত হয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন এই শিল্পী। প্রায় ২৫ দিন করোনার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সুস্থ হন। এখন অপেক্ষা পরিবারের কাছে ফেরার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত