বিনোদন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।
দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে