বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গতকাল বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।
এরপর কনসার্টের টিকিটের জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে, তিনি কনসার্টের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। আমরা এই আয়োজনে তিনটি দেশের মিশ্রণ ঘটাচ্ছি।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেননি। কনসার্টে গাওয়ার খবরটি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কনসার্টটিতে আমার গান গাওয়ার বিষয়টি নিশ্চিত।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টে অংশ নেওয়ার সংবাদ ছড়ায় গতকাল বুধবার রাত থেকে। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানায়, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ।
এরপর কনসার্টের টিকিটের জনপ্রিয় প্ল্যাটফর্ম গেটসেট রকেও কনসার্টটির টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে, তিনি কনসার্টের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ২৬ এপ্রিল ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। তাঁর সঙ্গে থাকবেন তরুণ পাকিস্তানি গায়ক আব্দুল হান্নান ও বাংলাদেশের গায়ক ঈশান মজুমদার। আমরা এই আয়োজনে তিনটি দেশের মিশ্রণ ঘটাচ্ছি।’
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।
তবে এখন পর্যন্ত জাভেদ আলি তাঁর অফিশিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেননি। কনসার্টে গাওয়ার খবরটি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশি গায়ক ঈশান মজুমদার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কনসার্টটিতে আমার গান গাওয়ার বিষয়টি নিশ্চিত।’
উল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে