Ajker Patrika

গীতিকার ও সুরকার মহি আল ভান্ডারীর মৃত্যু

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৬: ৫২
গীতিকার ও সুরকার মহি আল ভান্ডারীর মৃত্যু

গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন (মহি আল ভান্ডারী) মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়। তাঁর জানাজা বাদ জোহর কাতালগঞ্জ মসজিদে অনুষ্ঠিত হয়। বেলা ২টায় নেওয়া হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। ফটিকছড়ির সুয়াবিল গ্রামে দাফন হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী ও তাঁর ছাত্র আলাউদ্দিন তাহের।

সৈয়দ মহিউদ্দিন ১৯৪৪ সালে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আমির হোসেন এবং মাতা সৈয়দা আনোয়ারা বেগম। সহস্রাধিক মাইজভান্ডারী, আঞ্চলিক, আধুনিক ও রাগসংগীতের রচক তিনি। সেই সঙ্গে সুরকার ও সুধীমহলে নন্দিত পরিবেশনকারী।

তাঁর লিখিত কালজয়ী গানের মধ্যে—‘অ জেডা ফইরার বাপ’, ‘মেজ্জান দিয়ে দিয়ে’, ‘আহ্ হায় রে গরু টানের গরু গাড়ি’, ‘মন কাচারা মাঝি তোর সাম্পানত উইটতাম নঅ’ উল্লেখ্যযোগ্য।

২০১৫ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের ডিসি হিলে এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ ত্যাগ করার সময় পা পিছলে পড়ে বাঁ হাত-পা ভেঙে ফেলেন। তার পর থেকেই রোগভোগের দিন শুরু চিরকুমার এই শিল্পীর। গত ১৩ মার্চ স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই গুণীজন। এরপর তিন দফা স্ট্রোক করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত