ঢাকায় আসার অপেক্ষায় জাভেদ আলি, ভক্তদের উদ্দেশে বার্তা

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫০
Thumbnail image

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জাভেদ আলির বাংলাদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল আর্কলাইট ইভেন্টস। আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, আগামী ২৬ এপ্রিল তাদের আয়োজনে ঢাকায় গাইতে আসছেন জাভেদ। এবার এক ভিডিও বার্তায় জাভেদ আলি জানালেন, ‘কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, সঙ্গে কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বাংলাদেশি ভক্তদের।’

আর্কলাইট ইভেন্টসের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় জাভেদ আলি বলেন, ‘আমি জাভেদ আলি। আর্কলাইট ইভেন্টস, জার্কুনিয়াম আর অ্যাসেন এর আমন্ত্রণে আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ আসছি। টিকিট কাটতে ও পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন গেট সেট রকের পেজে।’

কনসার্টটির সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা হয় আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিতে ভালো সাড়া পেয়েছি। জাভেদ আলির সঙ্গে পাকিস্তানের আব্দুল হান্নান ও বাংলাদেশের ঈশান মজুমদার, আমরা এই আয়োজনে তিনটি দেশের সংগীতের মেলবন্ধন ঘটাচ্ছি। আশা করি দেশের দর্শকেরা ভালো একটি কনসার্ট উপভোগ করবেন।’

আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৫ হাজার ৫০০ টাকা।

জাভেদ আলি। ছবি: সংগৃহীতউল্লেখ্য, ২০০৭ সালে ‘নাকাব’ সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’ গানটির মাধ্যমে জাভেদ আলি দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

বলিউড ছাড়াও টালিউড সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। দেব-শ্রাবন্তী জুটির ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার ‘হেঁটেছি স্বপ্নের হাত ধরে’ গানটি মারাত্মক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘শত্রু’, ‘কাগজের নৌকা’, ‘গেম’, ‘রাবণ’সহ আরও অনেক টালিউড সিনেমায় গান গেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত