বিনোদন ডেস্ক
পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
৩ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
৪ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
৬ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৯ ঘণ্টা আগে