বিনোদন ডেস্ক
আগামীকাল শুক্রবার (৫ জুলাই) আসছে ভারতের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’–এর নতুন সিজন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এর পর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।
গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীণা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।
মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন—পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল ও বিজয় ভার্মা।
আগামীকাল শুক্রবার (৫ জুলাই) আসছে ভারতের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’–এর নতুন সিজন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এর পর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।
গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীণা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।
মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন—পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল ও বিজয় ভার্মা।
সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে।
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে বিটিভিতে প্রচার হওয়া অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিজ ছিল ‘ম্যাকগাইভার’। সিরিজটির কাহিনির মূলে ছিল ম্যাকগাইভার নামের এক বিজ্ঞানী। মার্কিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করে সে।
২ ঘণ্টা আগেজনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প আসছে সিনেমার পর্দায়। এ খবর জানা গিয়েছিল গত বছর। সনি এন্টারটেইনমেন্ট ব্যান্ডটির বায়োপিক বানানোর পরিকল্পনা করছে অনেক দিন ধরে। এতে কারা অভিনয় করবেন, সে ঘোষণা এল সম্প্রতি।
২ ঘণ্টা আগেঅভিযোগ উঠেছে, আরবি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে লাপাতা লেডিস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বোরখা সিটির একটি ক্লিপ। সেটার সঙ্গে হুবহু মিল রয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিসের।
১৯ ঘণ্টা আগে