বিনোদন ডেস্ক
দু’বছর পার হলেও এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এর ক্রেজ এখনো যেন কমেনি। এই মুহূর্তে জাপান মেতে রয়েছে সিনেমাটি নিয়ে। সেখানে আয়োজন করা হয়েছিল সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ পরিচালক রাজামৌলি।
সেখান থেকেই নতুন ঘোষণা দিলেন রাজামৌলি। প্রভাসের সঙ্গে ‘বাহুবলী’, জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে ‘আরআরআর’ করার পর এবার পরিচালকের পরের কাজে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে। শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস’-এর আদলে এক ভারতীয় গল্প বলতে পারেন রাজামৌলি।
অনেক দিন ধরে জল্পনা ছিলই। এবার সরাসরি ঘোষণা করে দিলেন রাজামৌলি। জানা যাচ্ছে সিনেমার নাম হতে পারে ‘এসএসএমবি ২৯’। পিরিয়ডিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটির নায়কের চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে, জানিয়ে দিলেন পরিচালক।
জাপানে দাঁড়িয়ে রাজামৌলি বলেন, ‘পরের সিনেমার কাজ শুরু করে দিয়েছি। লেখার কাজ শেষ, আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। শুধু ঠিক হয়েছে নায়ক। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে।’
পরিচালকের ঘোষণার পরই হর্ষধ্বনি ওঠে সেখানে। যা শুনে হাসিমুখে রাজামৌলি বলেন, ‘অনেকেই তাঁকে চেনেন দেখছি। অত্যন্ত হ্যান্ডসাম এক অভিনেতা। আশা রাখি এই সিনেমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারব, আর রিলিজের সময়ে চেষ্টা করব ওঁকে এখানে আনার।’
সিনেমাটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর বাজেট প্রায় হাজার কোটি রুপি। এমনিতেই রাজামৌলির সিনেমা মানেই বড় আয়োজন। তবে এ সিনেমাটির সেট, ভিএফএক্স থেকে কাস্টিং সবখানেই চমক থাকবে বলে সূত্রটি জানিয়েছে।
দু’বছর পার হলেও এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’-এর ক্রেজ এখনো যেন কমেনি। এই মুহূর্তে জাপান মেতে রয়েছে সিনেমাটি নিয়ে। সেখানে আয়োজন করা হয়েছিল সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং। আর সেখানেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ পরিচালক রাজামৌলি।
সেখান থেকেই নতুন ঘোষণা দিলেন রাজামৌলি। প্রভাসের সঙ্গে ‘বাহুবলী’, জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে ‘আরআরআর’ করার পর এবার পরিচালকের পরের কাজে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে। শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ানা জোনস’-এর আদলে এক ভারতীয় গল্প বলতে পারেন রাজামৌলি।
অনেক দিন ধরে জল্পনা ছিলই। এবার সরাসরি ঘোষণা করে দিলেন রাজামৌলি। জানা যাচ্ছে সিনেমার নাম হতে পারে ‘এসএসএমবি ২৯’। পিরিয়ডিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটির নায়কের চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে, জানিয়ে দিলেন পরিচালক।
জাপানে দাঁড়িয়ে রাজামৌলি বলেন, ‘পরের সিনেমার কাজ শুরু করে দিয়েছি। লেখার কাজ শেষ, আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। শুধু ঠিক হয়েছে নায়ক। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে মহেশ বাবুকে।’
পরিচালকের ঘোষণার পরই হর্ষধ্বনি ওঠে সেখানে। যা শুনে হাসিমুখে রাজামৌলি বলেন, ‘অনেকেই তাঁকে চেনেন দেখছি। অত্যন্ত হ্যান্ডসাম এক অভিনেতা। আশা রাখি এই সিনেমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারব, আর রিলিজের সময়ে চেষ্টা করব ওঁকে এখানে আনার।’
সিনেমাটির সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর বাজেট প্রায় হাজার কোটি রুপি। এমনিতেই রাজামৌলির সিনেমা মানেই বড় আয়োজন। তবে এ সিনেমাটির সেট, ভিএফএক্স থেকে কাস্টিং সবখানেই চমক থাকবে বলে সূত্রটি জানিয়েছে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৫ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৮ ঘণ্টা আগে