বিনোদন ডেস্ক
দাপটের সঙ্গে একটা বছর পার করল দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। বছরজুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে।
এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এই রেশ আগামী বছরেও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। নতুন বছরের জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের বেশ কয়েকটি বড় সিনেমা। দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে কোন কোন সিনেমা আসছে প্রেক্ষাগৃহে—
থুনিভু
দক্ষিণের নতুন বছর শুরু হচ্ছে অজিত কুমারের সিনেমা ‘থুনিভু’ দিয়ে। এর চেয়ে চমৎকার শুরু আর কী হতে পারে! ভক্তরা অনেক দিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ছিলেন। নতুন বছরের ১১ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি।
থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারিসু
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
ভিরা সিমহা রেড্ডি
নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।
শ্রুতি হাসান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া কন্নড়ের জনপ্রিয় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করছেন। এ ছাড়াও বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর অভিনয় করেছেন।
ওয়াল্টেয়ার ভিরাইয়া
চিরঞ্জীবী অভিনীত তেলুগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-দক্ষিণের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটি তেলুগু ও হিন্দি ভাষায় নতুন বছরের ১৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির গল্প এবং সংলাপগুলো লিখেছেন পরিচালক ববি নিজেই।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে সিনেমাটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্রুতি হাসানকে চিরঞ্জীবীর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন।
ক্রান্তি
২০২৩ সালের ২৬ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে সুলতান অব বক্স অফিস খ্যাত অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। সিনেমাটিতে সিনেমার গল্পে দর্শন তাঁর শৈশবে কন্নড় মিডিয়াম স্কুলে ফিরে যান, এরপর তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রচিত রাম। সিনেমাটিতে ভি রবিচন্দ্রন, গিরিজা লোকেশ, অচ্যুত কুমার, সুমালতাসহ আরও কয়েকজন চেনা মুখকে দেখা যাবে।
দাপটের সঙ্গে একটা বছর পার করল দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। বছরজুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে।
এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এই রেশ আগামী বছরেও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। নতুন বছরের জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের বেশ কয়েকটি বড় সিনেমা। দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে কোন কোন সিনেমা আসছে প্রেক্ষাগৃহে—
থুনিভু
দক্ষিণের নতুন বছর শুরু হচ্ছে অজিত কুমারের সিনেমা ‘থুনিভু’ দিয়ে। এর চেয়ে চমৎকার শুরু আর কী হতে পারে! ভক্তরা অনেক দিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ছিলেন। নতুন বছরের ১১ জানুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি।
থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।
ভারিসু
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
ভিরা সিমহা রেড্ডি
নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।
শ্রুতি হাসান এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া কন্নড়ের জনপ্রিয় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করছেন। এ ছাড়াও বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর অভিনয় করেছেন।
ওয়াল্টেয়ার ভিরাইয়া
চিরঞ্জীবী অভিনীত তেলুগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’-দক্ষিণের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটি তেলুগু ও হিন্দি ভাষায় নতুন বছরের ১৩ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমাটির গল্প এবং সংলাপগুলো লিখেছেন পরিচালক ববি নিজেই।
অভিনেতা মাস মহারাজা রবি তেজাকে সিনেমাটিতে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। শ্রুতি হাসানকে চিরঞ্জীবীর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মি–থ্রি মুভি মেকার্সের ব্যানারে নতুন ইয়েরনেনি এবং ওয়াই রবি শংকর সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটির সহ-প্রযোজনা করছেন জি কে মোহন।
ক্রান্তি
২০২৩ সালের ২৬ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে সুলতান অব বক্স অফিস খ্যাত অভিনেতা দর্শন থুগুদীপার কন্নড় সিনেমা ‘ক্রান্তি’। সিনেমাটিতে সিনেমার গল্পে দর্শন তাঁর শৈশবে কন্নড় মিডিয়াম স্কুলে ফিরে যান, এরপর তিনি ভারতের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রচিত রাম। সিনেমাটিতে ভি রবিচন্দ্রন, গিরিজা লোকেশ, অচ্যুত কুমার, সুমালতাসহ আরও কয়েকজন চেনা মুখকে দেখা যাবে।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১০ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে