বিনোদন ডেস্ক
লোকেশ কানাগরাজ এখন দক্ষিণের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত পরিচালক। অপরাধভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘বিক্রমের’ সাফল্যের পর তাঁর প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান চার বছর পর বড় পর্দায় ফিরেছেন।
লোকেশ তাঁর পরবর্তী চলচ্চিত্রটি থালাপতি বিজয়কে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন। লোকে-বিজয় জুটির প্রথম সফল চলচ্চিত্র ‘মাস্টার’-এর পর দ্বিতীয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই চলচ্চিত্রে কমল হাসানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, থালাপতি বিজয়ের পরবর্তী চলচ্চিত্রটি এলসিইউর (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে।’
এমন কিছু ঘটলে এটিই হবে কমল হাসান ও থালাপথি বিজয়ের প্রথম পর্দা ভাগাভাগি। তবে এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
এদিকে ‘থালাপতি ৬৭’ নামে এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও স্বত্ব বিক্রি করেই ১৬০ কোটি রুপি আয় করেছে ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি।
‘থালাপতি ৬৭’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।
আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির কাজ। পরের আট মাস বিভিন্ন লোকেশনে হবে শুটিং।
লোকেশ কানাগরাজ এখন দক্ষিণের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত পরিচালক। অপরাধভিত্তিক রোমাঞ্চকর চলচ্চিত্র ‘বিক্রমের’ সাফল্যের পর তাঁর প্রতি ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। এই চলচ্চিত্রের মধ্য দিয়েই ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান চার বছর পর বড় পর্দায় ফিরেছেন।
লোকেশ তাঁর পরবর্তী চলচ্চিত্রটি থালাপতি বিজয়কে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন। লোকে-বিজয় জুটির প্রথম সফল চলচ্চিত্র ‘মাস্টার’-এর পর দ্বিতীয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই চলচ্চিত্রে কমল হাসানকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, থালাপতি বিজয়ের পরবর্তী চলচ্চিত্রটি এলসিইউর (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে।’
এমন কিছু ঘটলে এটিই হবে কমল হাসান ও থালাপথি বিজয়ের প্রথম পর্দা ভাগাভাগি। তবে এ বিষয়ে নির্মাতাদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি।
এদিকে ‘থালাপতি ৬৭’ নামে এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও স্বত্ব বিক্রি করেই ১৬০ কোটি রুপি আয় করেছে ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৬০ কোটি রুপিতে ছবিটির ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় এক প্ল্যাটফর্ম। কাজ শুরুর আগেই এত দামে আর কোনো তামিল সিনেমার ওটিটি স্বত্ব বিক্রি হয়নি।
‘থালাপতি ৬৭’-এর বাজেট ৩২০ কোটি রুপির আশপাশে। সে হিসাবে মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে ছবিটি। আর সেটা কেবল ওটিটির স্বত্ব থেকেই।
আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির কাজ। পরের আট মাস বিভিন্ন লোকেশনে হবে শুটিং।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২৯ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে