বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
স্টুডিও জিবলি-ঝড়ের এই সময়ে দেখে নিতে পারেন তাদের তৈরি অ্যানিমেশন সিনেমা। এখানে রইল স্টুডিও জিবলির আলোচিত ১০টি সিনেমার নাম ও গল্পসংক্ষেপ। তালিকাটি করেছে রটেন টমেটোস।
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
১৭ ঘণ্টা আগে১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তারই মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সিরিজের মূল উদ্দেশ্য তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদ নয়। অ্যাডোলেসেন্স বরং ঢুকতে চেয়েছে যে খুন করেছে, সেই কিশোরের মনস্তত্বে।
১৯ ঘণ্টা আগেঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
২ দিন আগে