বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তাঁর সরব উপস্থিতি। নিয়মিতই বিভিন্ন লুকে হাজির হন তিনি। নান্দনিক পোশাকের সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এ মডেল ও অভিনেত্রীকে কার না ভালো লাগে।
মেহজাবীনের সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের উপস্থিতিও দারুণ। অভিনেত্রীর ছবিগুলো পোস্ট করার পরই হয়ে যায় ভাইরাল। ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবীন। তাঁর অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে মাহফুজ আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন।
এরপর তিনি ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ও ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন।
২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
এরপর ঈদুল আজহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে।
গত ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
গত কয়েক বছর ভালোবাসা দিবসের নাটক ছিল মেহজাবীনকে কেন্দ্র করে। কিন্তু এবারই প্রথম তাঁর কোনো নাটক দেখতে পাননি ভক্তরা।
তিনি নাটকে আর অভিনয় করবেন না, এমন খবর শোনা যাচ্ছিল কয়েক দিন যাবৎ। কিন্তু মেহজাবীন জানান এ মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না তিনি।
তাঁর ভাষ্যমতে, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আবারও আসব।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তাঁর সরব উপস্থিতি। নিয়মিতই বিভিন্ন লুকে হাজির হন তিনি। নান্দনিক পোশাকের সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এ মডেল ও অভিনেত্রীকে কার না ভালো লাগে।
মেহজাবীনের সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের উপস্থিতিও দারুণ। অভিনেত্রীর ছবিগুলো পোস্ট করার পরই হয়ে যায় ভাইরাল। ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবীন। তাঁর অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে মাহফুজ আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন।
এরপর তিনি ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ও ‘হাসো আন লিমিটেডসহ’ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন।
২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
এরপর ঈদুল আজহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বড় ছেলে।
গত ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। ভিকি জাহেদ পরিচালিত সিরিজটিতে অসাধারণ অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
গত কয়েক বছর ভালোবাসা দিবসের নাটক ছিল মেহজাবীনকে কেন্দ্র করে। কিন্তু এবারই প্রথম তাঁর কোনো নাটক দেখতে পাননি ভক্তরা।
তিনি নাটকে আর অভিনয় করবেন না, এমন খবর শোনা যাচ্ছিল কয়েক দিন যাবৎ। কিন্তু মেহজাবীন জানান এ মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না তিনি।
তাঁর ভাষ্যমতে, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আবারও আসব।’
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। এ নিয়ে অনেকবারই আলোচনার শিরোনাম হয়েছে নির্মাতা ও অভিনেত্রী। আবারও একই কারণে শিরোনামে এলেন তাঁরা।
১১ ঘণ্টা আগেঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১ দিন আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১ দিন আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
২ দিন আগে