বিনোদন ডেস্ক
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
মারা গেছেন মার্কিন অভিনেতা মার্ক মার্গোলিস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে ‘বেটার কল সল’-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সম্প্রতি অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্গোলিস। সেখানেই গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এই অভিনেতার।
মার্ক ‘ব্রেকিং ব্যাডে’ হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হেক্টর যৌবনে ছিলেন মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েন তিনি। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টা, সেটি বাজিয়েই লোকজনকে ডাকতেন তিনি।
নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে। তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তার অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছেন। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। ‘স্কারফেস’, ‘এস ভেঞ্চুরা’, ‘পেট ডিটেকটিভ’, ‘ব্ল্যাক সোয়ান’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁরসহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন এবং বব ওডেনকার্ক।
প্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
২ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
৩ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
৩ ঘণ্টা আগেবাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগে