বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়ালেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির ‘১১ নম্বর গাড়ি’ অনুষ্ঠানের কুইজ শো থেকে জেতা ১ লাখ টাকার চেক আফরোজা হোসেনের হাতে তুলে দিয়েছেন রওনক হাসান।
এ বিষয়ে রওনক হাসান বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ আফরোজা আপাকে প্রথম থেকেই সাপোর্ট করছে। আমি জানি, ক্যানসারের চিকিৎসার খরচ অনেক। তাই সবাই চিন্তা করছিলাম, কীভাবে আরও সহায়তা করা যায় তাঁকে। মাসখানেক আগে গ্রিন টিভির কুইজ শোর প্রস্তাবটা আসে। সেই কুইজে ১ লাখ টাকা জিতলাম। সেটাই আফরোজা আপার হাতে তুলে দিয়েছিলাম। অনুষ্ঠানটি গতকাল প্রচারিত হওয়ার পর সবাই জানতে পারে।’
গত বছরের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। সেই ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মেরুদণ্ডের হাড়ে। সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন এই অভিনয়শিল্পী। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রওনক হাসান বলেন, ‘আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাঁর কেমোথেরাপি চলছে। সবাই প্রার্থনা করবেন আপার জন্য।’
অভিনয়শিল্পী সংঘ সব সময় শিল্পীদের পাশে আছে। শিল্পীদের মাঝে এই বিশ্বাস সৃষ্টি করার জন্যই কাজ করে যাচ্ছে সংগঠনটি, এমনটাই জানান রওনক হাসান।
তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের মূল প্রতিপাদ্য হচ্ছে, আমরা সবাই মিলে একটি পরিবার। সেই জায়গা থেকেই যখন যেভাবেই হোক, প্রত্যেক শিল্পীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে একটা শক্তি। কয়েক দিন আগে সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছে, “আপনি একা নন”। আমরা বলতে চাই, শিল্পীরা একা নন। এই অনুভূতি সবার মাঝে তৈরি হলে শিল্পীরা আত্মবিশ্বাসী হবে। জীবনে চলার পথে কোনো সমস্যায় পড়লে নিরাপত্তাহীনতায় ভুগবে না। ভাববে, আমার পাশে অভিনয়শিল্পী সংঘ আছে। এমনটাই তৈরি করার চেষ্টা করছি।’
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেনের পাশে দাঁড়ালেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির ‘১১ নম্বর গাড়ি’ অনুষ্ঠানের কুইজ শো থেকে জেতা ১ লাখ টাকার চেক আফরোজা হোসেনের হাতে তুলে দিয়েছেন রওনক হাসান।
এ বিষয়ে রওনক হাসান বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ আফরোজা আপাকে প্রথম থেকেই সাপোর্ট করছে। আমি জানি, ক্যানসারের চিকিৎসার খরচ অনেক। তাই সবাই চিন্তা করছিলাম, কীভাবে আরও সহায়তা করা যায় তাঁকে। মাসখানেক আগে গ্রিন টিভির কুইজ শোর প্রস্তাবটা আসে। সেই কুইজে ১ লাখ টাকা জিতলাম। সেটাই আফরোজা আপার হাতে তুলে দিয়েছিলাম। অনুষ্ঠানটি গতকাল প্রচারিত হওয়ার পর সবাই জানতে পারে।’
গত বছরের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। সেই ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মেরুদণ্ডের হাড়ে। সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন এই অভিনয়শিল্পী। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রওনক হাসান বলেন, ‘আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাঁর কেমোথেরাপি চলছে। সবাই প্রার্থনা করবেন আপার জন্য।’
অভিনয়শিল্পী সংঘ সব সময় শিল্পীদের পাশে আছে। শিল্পীদের মাঝে এই বিশ্বাস সৃষ্টি করার জন্যই কাজ করে যাচ্ছে সংগঠনটি, এমনটাই জানান রওনক হাসান।
তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের মূল প্রতিপাদ্য হচ্ছে, আমরা সবাই মিলে একটি পরিবার। সেই জায়গা থেকেই যখন যেভাবেই হোক, প্রত্যেক শিল্পীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে একটা শক্তি। কয়েক দিন আগে সংগঠনের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়েছে, “আপনি একা নন”। আমরা বলতে চাই, শিল্পীরা একা নন। এই অনুভূতি সবার মাঝে তৈরি হলে শিল্পীরা আত্মবিশ্বাসী হবে। জীবনে চলার পথে কোনো সমস্যায় পড়লে নিরাপত্তাহীনতায় ভুগবে না। ভাববে, আমার পাশে অভিনয়শিল্পী সংঘ আছে। এমনটাই তৈরি করার চেষ্টা করছি।’
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
১২ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৯ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
২০ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
২০ ঘণ্টা আগে