বিনোদন ডেস্ক
বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
এই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।
এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।
বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
এই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।
এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১৫ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
১৫ ঘণ্টা আগে