বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং ছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে শুটিং চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানে দর্শকদের চেয়ার ছোড়াছুড়ির কিছু ভিডিও ক্লিপস। গুজব ছড়িয়ে পড়ে, সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে আজকের পত্রিকাকে জানিয়েছে ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, ইত্যাদির প্রতি পর্বেই স্বল্প সংখ্যক দর্শকদের আমন্ত্রণ জানানো হয়। এবারও আট হাজার প্রবেশ পাস দেওয়া হয়েছিল। কিন্তু ইত্যাদির প্রতি মানুষের ভালোবাসা থেকে দর্শকের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক লাখের বেশি। এ কারণেই জটিলতা সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত বলেন, ‘মঞ্চে এসে শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাসাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ চেয়ার-ছোড়াছুড়ি করছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরপর কিছু সময় শুটিং বন্ধ রাখা হয়। হানিফ সংকেত বলেন, ‘আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, ‘এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি। আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন। লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল। আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল।’
হানিফ সংকেত আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালেবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি।’
তবে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর ও গুজবে বিরক্তি প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’
হানিফ সংকেত জানান, এর আগে ময়মনসিংহের ত্রিশাল, তেঁতুলিয়াসহ কয়েকটি জায়গায় অতিরিক্ত লোকসমাগমের জন্য ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে এবারের মতো কোনোবারই শুটিং বন্ধ রাখতে হয়নি।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং ছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে শুটিং চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানে দর্শকদের চেয়ার ছোড়াছুড়ির কিছু ভিডিও ক্লিপস। গুজব ছড়িয়ে পড়ে, সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে আজকের পত্রিকাকে জানিয়েছে ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, ইত্যাদির প্রতি পর্বেই স্বল্প সংখ্যক দর্শকদের আমন্ত্রণ জানানো হয়। এবারও আট হাজার প্রবেশ পাস দেওয়া হয়েছিল। কিন্তু ইত্যাদির প্রতি মানুষের ভালোবাসা থেকে দর্শকের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক লাখের বেশি। এ কারণেই জটিলতা সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত বলেন, ‘মঞ্চে এসে শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাসাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ চেয়ার-ছোড়াছুড়ি করছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরপর কিছু সময় শুটিং বন্ধ রাখা হয়। হানিফ সংকেত বলেন, ‘আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, ‘এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি। আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন। লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল। আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল।’
হানিফ সংকেত আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালেবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি।’
তবে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর ও গুজবে বিরক্তি প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’
হানিফ সংকেত জানান, এর আগে ময়মনসিংহের ত্রিশাল, তেঁতুলিয়াসহ কয়েকটি জায়গায় অতিরিক্ত লোকসমাগমের জন্য ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে এবারের মতো কোনোবারই শুটিং বন্ধ রাখতে হয়নি।
এক বছরের বেশি সময় পর গানে ফিরছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এরই মধ্যে রিহার্সাল শুরু করেছেন টিমের সঙ্গে। ৩১ জানুয়ারি গান নিয়ে মঞ্চে উঠবেন সাবিনা ইয়াসমিন। পরপর দুই দিন এইচএসবিসির করপোরেট শোতে গান গাইবেন তিনি। একই আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি গাইবেন চট্টগ্রামে। পাশাপাশি নতুন গানের রেকর্ডিংয়ের জন্যও প্রস
১০ মিনিট আগেপ্রতিবছর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘কলকাতা লিটেরারি মিট’। সাহিত্যের এই উৎসবে সিনেমা, গান ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যম নিয়েও কথা বলেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। গত বছর শ্রোতা হিসেবে অংশ নিলেও এবারই প্রথম আলোচক হিসেবে কলকাতা লিটেরারি মিটে অংশ নিলেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি রটারড্যাম
১৬ মিনিট আগেমাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতা
২২ মিনিট আগে‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক
২৮ মিনিট আগে