Ajker Patrika

খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমান

বরগুনার বেতাগীতে বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে একটি হনুমানের। খাদ্য ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেকস্থানে ছুটে বেড়াচ্ছে হনুমানটি। 

এলাকা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বারবার পরিবর্তন করছে হনুমানটি। 

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে দেখা যায় হনুমানটি দেয়ালে বসে রয়েছে। কিছু উৎসুক জনতা তাকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। হনুমানটি খিদে পেলে দেয়াল বা উঁচু স্থান থেকে নিচে নেমে আসছে। আশপাশে ঘুরে আবার ওপরে উঠে যাচ্ছে। 

এ বিষয়ে বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল বলেন, 'গত ২২ সেপ্টেম্বর  হঠাৎ বাজারের বিভিন্ন স্থানে দেখা যায় হনুমানটিকে। হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করলে হনুমানটি আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে।' 

বেতাগী পৌরসভার সিনিয়র অফিস সহকারী তুহিন শিকদার বলেন, '২৯ সেপ্টেম্বর সকালে হনুমানটিকে আমার বাসার ছাদে দেখতে পাই। হনুমানটি আমার ছাদের কৃষি ফসল খেয়ে নষ্ট করে ফেলেছে।' 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, 'বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত