খুবি প্রতিনিধি
বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তাদের প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ ২০২৪’ আসরে অংশ নিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘ফরচুন ৫০১’।
এ বছরের জুনে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক পর্যায় ‘বোস্টন গ্লোবাল সামিট’। দেশের আঞ্চলিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জন করার ফলস্বরূপ ‘ফরচুন ৫০১’ দলটি ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
দলটির সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী—তাহরিম জামান (দলনেতা), হিজবুল্লাহ তামিম ও আফিয়া খাতুন মৌরি।
প্রতিযোগিতায় দলটি ‘ইকো এলিক্সির’ নামে একটি প্রকল্প প্রস্তাব করবে। ওই প্রকল্পের মাধ্যমে ভোজ্যতেল পুনঃপ্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব বলে তাঁরা দাবি করেন। এর মাধ্যমে তাঁরা মানুষের সুস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বছর শতাধিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ হাজার দলের মধ্যে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী ৩৬০টি দল মূল পর্যায়ে সাতটি ভিন্ন শহরে,সাতটি উপগ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলকে ১০ লাখ ডলার দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘এপিয়ন’ ওই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং গ্লোবাল সেমিফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে।
বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তাদের প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ ২০২৪’ আসরে অংশ নিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘ফরচুন ৫০১’।
এ বছরের জুনে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে আয়োজিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের আন্তর্জাতিক পর্যায় ‘বোস্টন গ্লোবাল সামিট’। দেশের আঞ্চলিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জন করার ফলস্বরূপ ‘ফরচুন ৫০১’ দলটি ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
দলটির সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থী—তাহরিম জামান (দলনেতা), হিজবুল্লাহ তামিম ও আফিয়া খাতুন মৌরি।
প্রতিযোগিতায় দলটি ‘ইকো এলিক্সির’ নামে একটি প্রকল্প প্রস্তাব করবে। ওই প্রকল্পের মাধ্যমে ভোজ্যতেল পুনঃপ্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব বলে তাঁরা দাবি করেন। এর মাধ্যমে তাঁরা মানুষের সুস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বছর শতাধিক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ হাজার দলের মধ্যে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ী ৩৬০টি দল মূল পর্যায়ে সাতটি ভিন্ন শহরে,সাতটি উপগ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিজয়ী দলকে ১০ লাখ ডলার দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘এপিয়ন’ ওই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং গ্লোবাল সেমিফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে।
শব্দদূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে...
৩ ঘণ্টা আগেঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী শহরটি। গতকাল তালিকায় সপ্তম স্থানে থাকলেও আজ সোমবার সকাল সাড়ে ৮টার রেকর্ড অনুযায়ী, ২৫৮ বায়ুমান নিয়ে ঢাকা প্রথম স্থানে রয়েছে। গতকাল এই সময়ে ঢাকার বায়ুমান
৮ ঘণ্টা আগেপ্রাচীন রোম ও চীনে মূত্রকে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা হতো। সম্প্রতি চীনা বিজ্ঞানীরাও মূত্র ব্যবহার করে সার উৎপাদনের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের কৃষকেরা ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষির লক্ষ্যে প্রাচীন চীনা ও রোমক পদ্ধতি আবারও গ্রহণ করছেন।
১ দিন আগেফাল্গুনের প্রথম সপ্তাহ থেকেই শীতের প্রকোপ কমে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিও হয়েছে। আজ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে...
১ দিন আগে