নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ) শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। তবে দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে শরতেও (ভাদ্র-আশ্বিন) দেখা মিলছে বৃষ্টির। আজ শনিবার ভোরে হঠাৎ করে ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাজধানীর মালিবাগ, মিরপুর, মগবাজার, ধানমন্ডি, সাত মসজিদ রোড, শান্তিনগর, পুরান ঢাকাসহ অনেক এলাকায় সড়কে পানি জমেছে। দূর্গাপুজার ছুটি শেষে অফিস-আদালত খুলবে সোমবার। ছুটির দিন হলে ভোরের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষ। রাস্তায় গণপরিবহন বাদে গাড়ির সংখ্যাও কম।
আবহাওয়ায় অধিদপ্তর বলছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল ও হাতিয়ায়—২৪ মিলিমিটার। এর বাইরে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। ঢাকার আকাশ কখনো মেঘলা আবার কখনো রোদের দেখা মিলেছে। তবে সন্ধ্যার পরে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী দুই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। আগামী দুই-তিন দিনে এটি বাংলাদেশ থেকে বিদায় নেবে। এরপর আর তেমন বৃষ্টি থাকবে না।
বৃষ্টি না হলেও খুব বেশি গরম থাকবে না। কারণ চার মাস দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকে। আশ্বিনের মাঝামাঝিতে বিদায় নেয়। এরপর বৃষ্টি কমে যায়, হালকা ঠান্ডা অনুভূত হতে থাকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আর আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ) শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। তবে দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে শরতেও (ভাদ্র-আশ্বিন) দেখা মিলছে বৃষ্টির। আজ শনিবার ভোরে হঠাৎ করে ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাজধানীর মালিবাগ, মিরপুর, মগবাজার, ধানমন্ডি, সাত মসজিদ রোড, শান্তিনগর, পুরান ঢাকাসহ অনেক এলাকায় সড়কে পানি জমেছে। দূর্গাপুজার ছুটি শেষে অফিস-আদালত খুলবে সোমবার। ছুটির দিন হলে ভোরের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষ। রাস্তায় গণপরিবহন বাদে গাড়ির সংখ্যাও কম।
আবহাওয়ায় অধিদপ্তর বলছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল ও হাতিয়ায়—২৪ মিলিমিটার। এর বাইরে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। ঢাকার আকাশ কখনো মেঘলা আবার কখনো রোদের দেখা মিলেছে। তবে সন্ধ্যার পরে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী দুই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। আগামী দুই-তিন দিনে এটি বাংলাদেশ থেকে বিদায় নেবে। এরপর আর তেমন বৃষ্টি থাকবে না।
বৃষ্টি না হলেও খুব বেশি গরম থাকবে না। কারণ চার মাস দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকে। আশ্বিনের মাঝামাঝিতে বিদায় নেয়। এরপর বৃষ্টি কমে যায়, হালকা ঠান্ডা অনুভূত হতে থাকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আর আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
মিয়ানমারে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে ঢাকাসহ সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চল। আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নাম্থা অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল...
২ ঘণ্টা আগেদেশের উত্তরাঞ্চল শীতে কাঁপছে ডিসেম্বর থেকেই। তবে রাজধানীবাসী এত দিন সেভাবে ঠান্ডার অনুভূতি পায়নি। সেই অনুভূতি শুরু হয়েছে নতুন বছরের শুরুতেই। গতকাল বৃহস্পতিবার এক দিনে ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি।
১৩ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরকে আরও দক্ষ ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। অধিদপ্তরের সব সেবা ডিজিটালাইজডসহ অনলাইনভিত্তিক করা হবে এবং অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে।
১৬ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৩৩টি মামলায় মোট ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৭ ঘণ্টা আগে