রেকর্ড ৭ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়, সারা দেশের আকাশ থাকবে মেঘলা

অনলাইন ডেস্ক ও তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪: ৩১
Thumbnail image

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে আশপাশ। সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। অন্যদিকে শীতের তীব্রতায় দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের তথ্য আজ সোমবার নিশ্চিত করেছেন।

সরজমিনে দেখা যায়, আজ সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের। তবে সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। 

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, তেঁতুলিয়া থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি। ফলে উত্তর দিক থেকে বয়ে আসা হিমায়লের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে এই অঞ্চলে দিনে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং শীতের তীব্রতা বাড়ছে। 

হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এদিকে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত