Ajker Patrika

কানাডা ও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক
কানাডা ও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ঢাকা: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লাইটনে গত রোববার (২৭ জুন) ৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানেই চলছে তীব্র দাবদাহ। যুক্তরাষ্ট্রের ওয়াগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে রোববার তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। 

শুধু লাইটন শহর নয়, ব্রিটিশ কলম্বিয়ার ৪০ টিরও বেশি এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। এনভায়রনমেন্ট কানাডার বরাত দিয়ে কানাডার গণমাধ্যমে আরটিই এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) ওয়াশিংটন ও ওয়াগন অঙ্গরাজ্যের প্রায় সব এলাকায় এবং ক্যালিফোর্নিয়া ও ইডাহোর অংশবিশেষে 'বিপজ্জনক তাপ তরঙ্গ' তাপপ্রবাহের আশঙ্কা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহ এই সপ্তাহে অব্যাহত থাকতে পারে বলে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেশ দুটির নাগরিকদের সতর্ক করা হয়েছে। 

সুইমিং পুলে শিশুরা ঝাঁপ দিচ্ছেপরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবারি টুইট বার্তায় লিখেন, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখা গেল। তীব্র দাবদাহ শুরু হয়ে গেল। আমরা পরিবেশকে না রক্ষা করলে পরিবেশ নিজেই নিজেকে রক্ষা করবে। 

এ প্রসঙ্গে এনভায়রনমেন্ট কানাডার সিনিয়র ক্লাইমেটোলজিস্ট ডেভিড ফিলিপস বিবিসিকে বলেন, রেকর্ড ভাঙা আমার পছন্দ। কিন্তু এবার আগের সব রেকর্ডকে একেবারে চূর্ণবিচূর্ণ করে ফেলল। পশ্চিম কানাডার কিছু এলাকার তাপমাত্রা এখন দুবাইয়ের চেয়ে বেশি। গরমের কারণে লেক ও সুইমিং পুলে ধারণক্ষমতার সর্বোচ্চ সংখ্যক লোক যাতায়াত করছেন। 

পোর্টল্যান্ডে কুলিং সেন্টারে গরম বেড়ে যাওয়ায় এয়ার কন্ডিশনার ও ফ্যান কেনার জন্য ছুটছে মানুষ। যুক্তরাষ্ট্রে কিছু কুলিং সেন্টারও স্থাপন করা হয়েছে। গরমের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, বার, রেস্তোরাঁ, এমনকি একটি সুইমিং পুলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত