অনলাইন ডেস্ক
ঢাকার বাতাসে আজও তুলনামূলক কম দূষণ ধরা পড়েছে। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৩৫ তম। অন্যদিকে সপ্তাহজুড়ে দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, মেসেডোনিয়া, ভিয়েতনাম ও বসনিয়া হার্জেগোভিনা।
আজ সোমবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৬টায় হিসাব অনুযায়ী—আজও বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৫৬০। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৩১৬, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হানোই শহর আজ সকালে এর দূষণ স্কোর ছিল ২০৯। পরিমাপক অনুযায়ী ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সেই হিসাবে এই শহরের বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেসেডোনিয়ার স্কোপিয়ে শহর। সে হিসেবে আজও এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বসনিয়া হার্জে গোভিনার সারাজেভো শহর।
এসব দেশের তুলনায় ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে। সকালে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৯৭।
মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার বাতাসে আজও তুলনামূলক কম দূষণ ধরা পড়েছে। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ৩৫ তম। অন্যদিকে সপ্তাহজুড়ে দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, মেসেডোনিয়া, ভিয়েতনাম ও বসনিয়া হার্জেগোভিনা।
আজ সোমবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৬টায় হিসাব অনুযায়ী—আজও বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৫৬০। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৩১৬, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হানোই শহর আজ সকালে এর দূষণ স্কোর ছিল ২০৯। পরিমাপক অনুযায়ী ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। সেই হিসাবে এই শহরের বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেসেডোনিয়ার স্কোপিয়ে শহর। সে হিসেবে আজও এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বসনিয়া হার্জে গোভিনার সারাজেভো শহর।
এসব দেশের তুলনায় ঢাকার বাতাস সহনীয় মাত্রায় রয়েছে। সকালে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৯৭।
মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
২০ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
২০ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
২ দিন আগে