পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ১৪টি ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২১টি প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রায় ৪ হাজার ৮৪৫ দশমিক ২ কেজি পলিথিন জব্দ এবং একটি পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অপরদিকে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়সহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

১ নভেম্বর থেকে শুরু হওয়া পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত