অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের টেমস নদীকে দূষণ থেকে রক্ষায় তৈরি হয়েছে ১৬ মাইল লম্বা এক সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন। টেমস টাইডওয়ে টানেল নামে এই সুড়ঙ্গটি তৈরিতে সময় লেগেছে আট বছর, খরচ হয়েছ ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৩২৯ কোটি টাকা। ছবি: টেমস টাইডওয়ে টানেলটেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে
৭.২ মিটার (২৩ ফুট) প্রশস্ত সুড়ঙ্গটি পশ্চিম লন্ডনের অ্যাক্টন থেকে পূর্ব লন্ডনের অ্যাবে মিলস পর্যন্ত চলে গেছে
এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন তৈরির প্রাথমিক খরচ ৪২০ কোটি পাউন্ড ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৫০০ কোটিতে
নতুন এই সুয়ারেজ লাইনের কারণে নদীতে প্রবাহের বদলে নগরীর সব পয়োবর্জ্য প্রক্রিয়াজাতকরণের আগে এই সুড়ঙ্গ বা পাইপের মধ্যে জমা হবে
আশা করা হচ্ছে, আট বছরের তৈরি করা সুড়ঙ্গটিতে প্রথম বর্জ্যের প্রবাহ ঢুকবে এই গ্রীষ্মে
২০২৫ সাল থেকে সুয়ারেজ লাইনটি পুরোদমে কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে
টেমসে গিয়ে পড়ত এমন ৩৪টি সবচেয়ে দূষিত পয়োনিষ্কাশন প্রবাহ সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে রক্ষা করবে নদীটিকে
নির্মাণের চূড়ান্ত ধাপে, পূর্ব লন্ডনে সুড়ঙ্গমুখের ওপর ১ হাজার ২০০ টনের বিশাল একটি কংক্রিটের ঢাকনা আটকানো হয়
গ্রীষ্মজুড়ে পরীক্ষা-নিরীক্ষার পর লন্ডন শহরসহ বিভিন্ন জায়গার পানি সরবরাহ ও বর্জ্য শোধনের দায়িত্বে থাকা টেমস ওয়াটার নামের কোম্পানিটির কাছে টেমস টাইডওয়ে টানেল হস্তান্তর করা হবে
৬০০ অলিম্পিক সুইমিং পুলের সমান তরল এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন ধারণ করতে পারে।
টেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে
ইংল্যান্ডের টেমস নদীকে দূষণ থেকে রক্ষায় তৈরি হয়েছে ১৬ মাইল লম্বা এক সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন। টেমস টাইডওয়ে টানেল নামে এই সুড়ঙ্গটি তৈরিতে সময় লেগেছে আট বছর, খরচ হয়েছ ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৩২৯ কোটি টাকা। ছবি: টেমস টাইডওয়ে টানেলটেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে
৭.২ মিটার (২৩ ফুট) প্রশস্ত সুড়ঙ্গটি পশ্চিম লন্ডনের অ্যাক্টন থেকে পূর্ব লন্ডনের অ্যাবে মিলস পর্যন্ত চলে গেছে
এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন তৈরির প্রাথমিক খরচ ৪২০ কোটি পাউন্ড ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৫০০ কোটিতে
নতুন এই সুয়ারেজ লাইনের কারণে নদীতে প্রবাহের বদলে নগরীর সব পয়োবর্জ্য প্রক্রিয়াজাতকরণের আগে এই সুড়ঙ্গ বা পাইপের মধ্যে জমা হবে
আশা করা হচ্ছে, আট বছরের তৈরি করা সুড়ঙ্গটিতে প্রথম বর্জ্যের প্রবাহ ঢুকবে এই গ্রীষ্মে
২০২৫ সাল থেকে সুয়ারেজ লাইনটি পুরোদমে কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে
টেমসে গিয়ে পড়ত এমন ৩৪টি সবচেয়ে দূষিত পয়োনিষ্কাশন প্রবাহ সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে রক্ষা করবে নদীটিকে
নির্মাণের চূড়ান্ত ধাপে, পূর্ব লন্ডনে সুড়ঙ্গমুখের ওপর ১ হাজার ২০০ টনের বিশাল একটি কংক্রিটের ঢাকনা আটকানো হয়
গ্রীষ্মজুড়ে পরীক্ষা-নিরীক্ষার পর লন্ডন শহরসহ বিভিন্ন জায়গার পানি সরবরাহ ও বর্জ্য শোধনের দায়িত্বে থাকা টেমস ওয়াটার নামের কোম্পানিটির কাছে টেমস টাইডওয়ে টানেল হস্তান্তর করা হবে
৬০০ অলিম্পিক সুইমিং পুলের সমান তরল এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন ধারণ করতে পারে।
টেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে
এবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ ঘণ্টা আগেকার বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৯৫, যা অস্বাস্থ্যকর। অন্যদিকে একদিন পরই আবারও বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এর পরে আছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ইজিপট ও চীন...
২ ঘণ্টা আগেপাঁচ বছর আগে প্লাস্টিক দূষণ রোধের লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক জোট গড়ে তুলেছিল বিশ্বের শীর্ষস্থানীয় তেল ও রাসায়নিক কোম্পানিগুলো। কিন্তু নতুন তথ্য বলছে, এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যে পরিমাণ নতুন প্লাস্টিক উৎপাদন করেছে, তা তাদের অপসারিত বর্জ্যের তুলনায় ১ হাজার গুণ বেশি।
১৭ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলক কমলেও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের মান সূচকে আজ ঢাকা দূষণের মাত্রা ১৮১, অবস্থান ষষ্ঠ। অন্যদিকে দুদিনের ব্যবধানে আবারও পাকিস্তানের লাহোর বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। এরপরে আছে ভারতের রাজধানী দিল্লি। এ ছাড়াও শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে মঙ্গোলিয়া ও ই
১ দিন আগে