অনলাইন ডেস্ক
আমাজন বনে গত অক্টোবরে রেকর্ড পরিমাণ বন উজাড় করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রাজিলিয়ান সরকারি সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এই তথ্য প্রকাশ করার কয়েক দিন আগেই কোপ২৬ সম্মেলনে পরিবেশ ইস্যুতে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের পক্ষ থেকে বলা হয়, গত অক্টোবরে আমাজনের ৮৭৭ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে। এটি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের অর্ধেক।
২০২০ সালের অক্টোবরের চেয়ে চলতি বছরের একই সময়ে আমাজনে বন উজাড় পাঁচ শতাংশ বেড়েছে।
অবৈধ খনন এবং কৃষিকাজের জন্য ২০২০ সাল থেকে আমাজনে বন উজাড় বেড়েছে। চলতি বছর এই পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ২০২১ সালে এ পর্যন্ত আমাজনের সাত হাজার ৮৮০ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে।
গ্লাসগোর কপ২৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে ব্রাজিল রয়েছে।
ওই সম্মেলনে ২০২৮ সালের মধ্যে ব্রাজিলে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলসোনারো।
তবে আমাজনের বন উজাড়ের জন্য বলসোনারোকে দুষছেন বিশেষজ্ঞরা। কারণ তিনি আমাজনে কৃষিকাজকে সমর্থন দিচ্ছেন। এ ছাড়া পরিবেশবাদী সংগঠনগুলোতেও অর্থায়ন কমিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
আমাজন বনে গত অক্টোবরে রেকর্ড পরিমাণ বন উজাড় করা হয়েছে। গতকাল শুক্রবার ব্রাজিলিয়ান সরকারি সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এই তথ্য প্রকাশ করার কয়েক দিন আগেই কোপ২৬ সম্মেলনে পরিবেশ ইস্যুতে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের পক্ষ থেকে বলা হয়, গত অক্টোবরে আমাজনের ৮৭৭ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে। এটি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের অর্ধেক।
২০২০ সালের অক্টোবরের চেয়ে চলতি বছরের একই সময়ে আমাজনে বন উজাড় পাঁচ শতাংশ বেড়েছে।
অবৈধ খনন এবং কৃষিকাজের জন্য ২০২০ সাল থেকে আমাজনে বন উজাড় বেড়েছে। চলতি বছর এই পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ২০২১ সালে এ পর্যন্ত আমাজনের সাত হাজার ৮৮০ বর্গ কিলোমিটার এলাকার বন উজাড় করা হয়েছে।
গ্লাসগোর কপ২৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করার আন্তর্জাতিক প্রতিশ্রুতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে ব্রাজিল রয়েছে।
ওই সম্মেলনে ২০২৮ সালের মধ্যে ব্রাজিলে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলসোনারো।
তবে আমাজনের বন উজাড়ের জন্য বলসোনারোকে দুষছেন বিশেষজ্ঞরা। কারণ তিনি আমাজনে কৃষিকাজকে সমর্থন দিচ্ছেন। এ ছাড়া পরিবেশবাদী সংগঠনগুলোতেও অর্থায়ন কমিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
৪ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
৪ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১৯ ঘণ্টা আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগে