অনলাইন ডেস্ক
বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান পিছিয়ে ১৩ তম। বায়ুর এই অবস্থা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হলেও তুলনামূলক ভালো। গত কয়েক দিন ধরেই একটু ঢাকার বায়ুতে দূষণের পরিমাণ কম লক্ষ্য করা গেছে।
অন্যদিকে দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে আজও বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, বসনিয়া হার্জেগোভিনা, ভিয়েতনাম ও চীন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৭১৭। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৪২৯, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহর। আজ সকালে এর দূষণ স্কোর ছিল ১৯৩। পরিমাপক অনুযায়ী স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
১৯২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই শহর। সে হিসেবে আজও এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং শহর।
সকাল ৬টায় ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৫০। যা অস্বাস্থ্যকর হলেও তালিকায় সকালে এর অবস্থান ১৩ তম।
মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান পিছিয়ে ১৩ তম। বায়ুর এই অবস্থা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হলেও তুলনামূলক ভালো। গত কয়েক দিন ধরেই একটু ঢাকার বায়ুতে দূষণের পরিমাণ কম লক্ষ্য করা গেছে।
অন্যদিকে দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে আজও বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত, বসনিয়া হার্জেগোভিনা, ভিয়েতনাম ও চীন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৭১৭। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৪২৯, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহর। আজ সকালে এর দূষণ স্কোর ছিল ১৯৩। পরিমাপক অনুযায়ী স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
১৯২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই শহর। সে হিসেবে আজও এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং শহর।
সকাল ৬টায় ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৫০। যা অস্বাস্থ্যকর হলেও তালিকায় সকালে এর অবস্থান ১৩ তম।
মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
পৌষ আসতে বাকি এখনো দুই দিন। তবে এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। রাজধানীতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১০-১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমবে। আর আজ শুক্রবার থেকে...
২ ঘণ্টা আগেবায়ুদূষণের তালিকায় আরেক ধাপ পিছিয়েছে ঢাকা। তবে দূষণের মাত্রা খুব বেশি কমেনি। শীতের কুয়াশার সঙ্গে ঢাকার বাতাসে আজ যে দূষণ রয়েছে তা সুস্থ মানুষদের জন্য খুব ক্ষতিকর। সকালে বায়ুর মান পরিমাপ করা হয়েছে ২৪০, যা গত দুই দিনের মতো খুবই অস্বাস্থ্যকর...
১৭ ঘণ্টা আগেজ্বালানি খাতে গত সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছে। এই সুযোগে যেসব কেন্দ্র নির্মাণ ও প্রকল্প নেওয়া হয়েছে, তা চাইলেই হুট করে বাতিল করা যাবে না। কারণ এসব চুক্তি দীর্ঘমেয়াদি। চুক্তি থেকে সরে আসতে হলে হাজার হাজার কোটি টাকা
১৭ ঘণ্টা আগেউত্তরে শীতের তীব্রতা আরও বেড়েছে। নওগাঁসহ অনেক এলাকায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সম্প্রতি নওগাঁর বদলগাছীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে