Ajker Patrika

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৭
মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে পাঁচ শতাধিক শালিক অবমুক্ত করা হয়। 

এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা-পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক উদ্ধার করেন থানার ওসি সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি/ব্যবসায়ী পালিয়ে যান। 

আটককৃত পাখিদের অবমুক্ত করেন পুলিশ ও স্থানীয়রাএ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে ৭ শতাধিক শালিকসহ শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি/ব্যবসায়ীরা পালিয়ে যান। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ থানা-পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত