নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার চারপাশের নদীরক্ষায় এবং নদীর পানি দূষণ মুক্ত করতে এক বছরের আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন তুরাগের সংযোগ খালের দূষণ সরেজমিনে পরিদর্শনে গিয়ে আজ বুধবার জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।
মঞ্জুর আহমেদ বলেন, ‘আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা করা। সোনার বাংলার নদী এমন দূষিত হতে পারে না। নদী বা জলাশয় সংশ্লিষ্ট যে কয়েকটি সংস্থা আছে, আগামী এক বছরের মধ্যে সবাই মিলে একটা কর্ম-পরিকল্পনা গ্রহণ করবেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগের দিন যদি পানির অবস্থা এমন থাকে। তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী রয়েছে। এই নদীগুলোর পানি আজকে দূষণে বিষাক্ত হয়ে গেছে। এখন নদীকে নদী বলতে পারি না, এটাকে বলতে হয় বিষাক্ত জলস্রোত। এখানে কেউ সাঁতার কাটতে পারে না। কেউ গোসল করতে পারে না। তীব্র দুর্গন্ধে নদীর পাড় দিয়ে হাঁটা যায় না। কিন্তু যারা দূষণ করছেন তারা সব সময় আড়ালে থেকে যাচ্ছেন।’
মঞ্জুর আহমেদ বলেন, ‘পানির অপর নাম জীবন। কিন্তু এটা এখন মরণ হয়ে দেখা দিয়েছে। সারা দেশের নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আদালত বলেছেন, নদী হচ্ছে জীবন্ত সত্তা। এই নদীকে বাঁচাতে আমরা কাজ করব। এর জন্য যত রকমের অ্যাকশনে যাওয়া দরকার, আমরা সেখানে যাব।’
এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ বাপ্পি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আসাদুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী নগর-পরিকল্পনাবিদ রেমন আহমেদ আসিফ, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান এম এম মহিউদ্দিন কবীর মাহিন প্রমুখ।
ঢাকার চারপাশের নদীরক্ষায় এবং নদীর পানি দূষণ মুক্ত করতে এক বছরের আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী। গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন তুরাগের সংযোগ খালের দূষণ সরেজমিনে পরিদর্শনে গিয়ে আজ বুধবার জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।
মঞ্জুর আহমেদ বলেন, ‘আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা করা। সোনার বাংলার নদী এমন দূষিত হতে পারে না। নদী বা জলাশয় সংশ্লিষ্ট যে কয়েকটি সংস্থা আছে, আগামী এক বছরের মধ্যে সবাই মিলে একটা কর্ম-পরিকল্পনা গ্রহণ করবেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগের দিন যদি পানির অবস্থা এমন থাকে। তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী রয়েছে। এই নদীগুলোর পানি আজকে দূষণে বিষাক্ত হয়ে গেছে। এখন নদীকে নদী বলতে পারি না, এটাকে বলতে হয় বিষাক্ত জলস্রোত। এখানে কেউ সাঁতার কাটতে পারে না। কেউ গোসল করতে পারে না। তীব্র দুর্গন্ধে নদীর পাড় দিয়ে হাঁটা যায় না। কিন্তু যারা দূষণ করছেন তারা সব সময় আড়ালে থেকে যাচ্ছেন।’
মঞ্জুর আহমেদ বলেন, ‘পানির অপর নাম জীবন। কিন্তু এটা এখন মরণ হয়ে দেখা দিয়েছে। সারা দেশের নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আদালত বলেছেন, নদী হচ্ছে জীবন্ত সত্তা। এই নদীকে বাঁচাতে আমরা কাজ করব। এর জন্য যত রকমের অ্যাকশনে যাওয়া দরকার, আমরা সেখানে যাব।’
এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ বাপ্পি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আসাদুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহকারী নগর-পরিকল্পনাবিদ রেমন আহমেদ আসিফ, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান এম এম মহিউদ্দিন কবীর মাহিন প্রমুখ।
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশের রাজধানী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে রয়েছে ঢাকা। গতকাল সোমবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী বায়ুমান ২৫৮ নিয়ে শীর্ষে ছিল ঢাকা।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশের বন থেকে ৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির পথে রয়েছে আরও ৩৯০ প্রজাতির প্রাণী। বিলুপ্তির পথে থাকা প্রাণী রক্ষা এবং বিলুপ্ত হওয়া প্রাণী বনে ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। ময়ূর দিয়ে বিলুপ্ত প্রাণী বনে ফেরাতে চায় সরকার
১ দিন আগেশব্দদূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে...
১ দিন আগেঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী শহরটি। গতকাল তালিকায় সপ্তম স্থানে থাকলেও আজ সোমবার সকাল সাড়ে ৮টার রেকর্ড অনুযায়ী, ২৫৮ বায়ুমান নিয়ে ঢাকা প্রথম স্থানে রয়েছে। গতকাল এই সময়ে ঢাকার বায়ুমান
২ দিন আগে