Ajker Patrika

সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২: ২৪
সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা; যা কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁও থেকে ২৪২ কিলোমিটার উত্তরে। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। আজ সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পটি হয়।’

এই ভূমিকম্পের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা কম্পিত হয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম।

লালমনিরহাট জেলা প্রতিনিধি জানান, সকাল ৯টা ১৬ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে মানুষজন বাসা-বাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

লালমনিরহাট শহরের বালাটারী এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক সরমিন আরা হক বীথি বলেন, ‘বিছানায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিল্ডিংয়ের কাঁপাকাঁপি দেখে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করেছি। ততক্ষণে ভূকম্পন শেষ হয়ে যায়। এমন সময় বাইরে এসে দেখি মানুষজন রাস্তায় নেমে এসেছে। তবে এ ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত