আজকের পত্রিকা ডেস্ক
পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস ছিল গত জুলাই। যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভূপৃষ্ঠ ও সমুদ্র মিলিয়ে বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত জুলাইয়ে তা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।
গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তাপমাত্রার হিসাব রাখা শুরু হয় ১৪২ বছর আগে। সেখান থেকে এ পর্যন্ত মাসিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত মাসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ হিসাব জানিয়েছে।
এর আগে ২০১৬ সালের জুলাই মাস ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ মাসের রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও একই তাপমাত্রা রেকর্ড হয়, তবে এ বছরের জুলাই সেটিকেও ছাড়িয়ে গেল।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। এনওএএ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ের এ ধরনের উষ্ণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনওএএ-র প্রশাসক রিক স্পিনরাড এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে প্রথম হওয়া মানে সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর ও বিঘ্ন সৃষ্টিকারী পথ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময় উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা অভূতপূর্ব গতিতে গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।
পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস ছিল গত জুলাই। যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভূপৃষ্ঠ ও সমুদ্র মিলিয়ে বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত জুলাইয়ে তা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।
গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তাপমাত্রার হিসাব রাখা শুরু হয় ১৪২ বছর আগে। সেখান থেকে এ পর্যন্ত মাসিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত মাসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ হিসাব জানিয়েছে।
এর আগে ২০১৬ সালের জুলাই মাস ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ মাসের রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও একই তাপমাত্রা রেকর্ড হয়, তবে এ বছরের জুলাই সেটিকেও ছাড়িয়ে গেল।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। এনওএএ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ের এ ধরনের উষ্ণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এনওএএ-র প্রশাসক রিক স্পিনরাড এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে প্রথম হওয়া মানে সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর ও বিঘ্ন সৃষ্টিকারী পথ তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময় উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা অভূতপূর্ব গতিতে গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজকে দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে শেষরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
৭ ঘণ্টা আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নাল (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূ
৮ ঘণ্টা আগেবিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্ক (জিসিএমএন)। হাবিবুর রহমানকে (একাত্তর টিভি, বাংলাদেশ) আহ্বায়ক এবং আশেকিন প্রিন্সকে (চ্যানেল ২৪, বাংলাদেশ) সদস্যসচিব করে জিসিএমএন ১১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠ
১ দিন আগেএবারের জলবায়ু পরিবর্তন সম্মেলনকে ‘কপ অব দ্য ফিন্যান্স’ বা অর্থায়নের কপ বলা হলেও সেটি কেবল কাগজে-কলমেই ঠেকেছে। ক্ষতিপূরণ হিসেবে উন্নয়নশীল দেশগুলো বার্ষিক ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছিল, সম্মেলনের ১১তম দিনেও সেই সম্ভাবনা তৈরি হয়নি। এমনকি বিগত বছরগুলোর ক্ষতিপূ
১ দিন আগে